হালিশহরে তৃণমূল কাউন্সিলরদের ঘরওয়াপসি, অনাস্থা আনার হুঁশিয়ারি অর্জুনের
Last Updated:
যদিও বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পাল্টা, পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনবেন তাঁরা।
#হালিশহর: হালিশহরে তৃণমূলের প্রত্যাঘাত। তৃণমূলের দাবি, বিজেপিতে চলে যাওয়া কাউন্সিলরদের মধ্যে ৮ জন ফিরে এসেছেন। মঙ্গলবার বিধানসভায় ফিরহাদ হাকিম এই দাবি করেন। যদিও বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পাল্টা, পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনবেন তাঁরা।
তৃণমূলে হালিশহরের কাউন্সিলরদের ঘর-ওয়াপসি। তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের দাবি, মঙ্গলবার তৃণমূলে ফিরে এলেন দেড় মাস আগে বিজেপিতে যাওয়া হালিশহর পুরসভার ৮ জন কাউন্সিলর। তাঁদের মধ্যে আছেন হালিশহরের পুরপ্রধান অংশুমান রায়ও।
গত ২৮ মে মুকুলপুত্রের সঙ্গী হয়ে দিল্লি গিয়ে বিজেপি যোগ দেন ১২ জন তৃণমূল কাউন্সিলর। বিজেপি নেতা মুকুল রায়ের দাবি ছিল, ২৩ জনের মধ্যে ১৭ জন আছেন তাঁদের সঙ্গেই।
advertisement
advertisement
এরপরই হালিশহর পুরসভায় প্রশাসক নিয়োগে উদ্যোগী হয় রাজ্য সরকার। কিন্তু বিজেপি আদালতে গিয়ে তা আটকে দেয়। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, এবার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনবেন তাঁরা।
তৃণমূলের দাবি, কাউন্সিলররা ফিরে আসায় সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছেন তাঁরা। কিন্তু সে দাবি মানছে না পদ্মশিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2019 7:14 PM IST