বন্ধ হোটেলের পাশে পড়ে বস্তাবন্দি তাজা বোমা! দেখার পর‌ই যা হল...

Last Updated:

কালনা থানার অন্তর্গত নান্দাই গাবতলা এলাকার ঘটনা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ। চারদিক ঘিরে ফেলা হয়। রাতভর এলাকা জুড়ে চলে টহল ও কড়া নজরদারি

বন্ধ হোটেলের পাশ থেকে উদ্ধার বোমা
বন্ধ হোটেলের পাশ থেকে উদ্ধার বোমা
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: বন্ধ হোটেলের পাশে থেকে উদ্ধার হল ,ছ’টি তাজা বোমা! কালনার ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে একটি বন্ধ হোটেলের পাশ থেকে উদ্ধার হয় বোমাগুলি। স্থানীয়রা প্রথমে সন্দেহজনক বস্তা দেখতে পান। কাছে গিয়ে বোঝা যায় বস্তার ভেতর লুকিয়ে রাখা আছে মারাত্মক বিস্ফোরক। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।
কালনা থানার অন্তর্গত নান্দাই গাবতলা এলাকার ঘটনা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ। চারদিক ঘিরে ফেলা হয়। রাতভর এলাকা জুড়ে চলে টহল ও কড়া নজরদারি। পুলিশের আশঙ্কা ছিল, বোমগুলির যেকোনো একটি সামান্য অসাবধানতায় বিস্ফোরিত হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় প্রথমেই সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: জেলায় গোলাপ চাষে বিপ্লব, হতে চলেছে এই কাজ
এদিকে খবর পেয়ে শুক্রবার সকাল থেকে এলাকায় ভিড় বাড়তে থাকে। গ্রামের মানুষজন একে অপরকে প্রশ্ন করতে থাকেন কে বা কারা এই বোম রেখে গেল? কেনই বা ফেলে রাখা হল এতগুলো তাজা বোম? অবশেষে শুক্রবার বিকেল চারটের সময় ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি’র বোম্ব স্কোয়াডের বিশেষজ্ঞ দল। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে ধান জমির ধারে নিয়ে গিয়ে একে একে সবগুলো বোমা নিষ্ক্রিয় করা হয়। আতঙ্কে স্থানীয়রা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিলেন। তখন কারোর মুখে ছিল বিস্ময়, কারোর চোখে আতঙ্ক!
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকেই বোমগুলি পড়ে থাকতে দেখা যাচ্ছিল। তবে অন্ধকার নামতেই আতঙ্ক ছড়ায় চারদিকে। অনেকেই বলছেন, প্রায়ই বিভিন্ন এলাকায় বোম উদ্ধারের ঘটনা ঘটছে, এই বিষয়ে প্রশাসনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই বোমা মজুত করেছিল, তার সূত্র খোঁজা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধ হোটেলের পাশে পড়ে বস্তাবন্দি তাজা বোমা! দেখার পর‌ই যা হল...
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement