জেলায় গোলাপ চাষে বিপ্লব, হতে চলেছে এই কাজ

Last Updated:

কৃষি দফতরের আত্মা প্রকল্পের মাধ্যমে পাঁশকুড়ার গোলাপগ্রাম পার লঙ্কায় একটি প্রশিক্ষণ স্কুল গড়ে তোলা হয়েছে। গোলাপ চাষের সঙ্গে যুক্ত কৃষকদের নিয়ে আলাপ-আলোচনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে

+
চাষিদের

চাষিদের প্রশিক্ষণ

পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: জেলায় অন্যান্য ফুলের পাশাপাশি গোলাপ চাষ হয়। আর গোলাপ উৎপাদনের প্রধান এলাকা হল পাঁশকুড়া। এবার কৃষি দফতর গোলাপ চাষিদের জন্য বেশ কিছু উদ্যোগ নিল। এতে গোলাপ চাষিরা লাভবান হবেন এবং গোলাপ উৎপাদন বাড়বে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘি, মাইশোরা, পারলঙ্কা সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা নানান প্রজাতির গোলাপ চাষ হয়। এখানে মিনিপল প্রজাতির গোলাপ বেশি প্রচলিত। তাছাড়া গোল্ডেন, ইতালি সহ বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল চাষ করে থাকেন চাষিরা। গোলাপের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হল।
সারা বছরই গোলাপ চাষ করেন পাঁশকুড়ার গোলাপ চাষিরা। এবার গোলাপ চাষে আরও উন্নতিতে বা চাষিদের আয় বাড়াতে পাঁশকুড়া ব্লক কৃষি দফতর উদ্যোগ নিল। একদিকে গোলাপ চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার, অন্যদিকে গোলাপ চাষিদের জন্য ব্যাঙ্ক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে কৃষি দফতর। জেলা কৃষি এবং উদ্যানপালন দফতরের উদ্যোগে পাঁশকুড়ার পারলঙ্কা গ্রামে উদ্বোধন হয় ‘গোলাপ গ্রাম ফার্ম স্কুল’ নামে একটি সরকারি কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের। উন্নত পদ্ধতিতে কীভাবে গোলাপ চাষ করা যাবে, গোলাপ চারা তৈরি, গাছের পরিচর্যা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞরা। হলে গোলাপ চাষ আরও উন্নত হবে এলাকায়। বাড়বে উৎপাদন।
advertisement
আরও পড়ুন: পড়ুয়াদের কাঁধে বাজারের ব্যাগ! মিড ডে মিলের বাজার বয়ে আনছে খুদেরা, কী বলছেন প্রধান শিক্ষক?
এই বিষয়ে পাঁশকুড়া ব্লকের কৃষি আধিকারিক ডক্টর প্রীতম কুমার জানা বলেন, কৃষি দফতরের আত্মা প্রকল্পের মাধ্যমে পাঁশকুড়ার গোলাপগ্রাম পার লঙ্কায় একটি প্রশিক্ষণ স্কুল গড়ে তোলা হয়েছে। গোলাপ চাষের সঙ্গে যুক্ত কৃষকদের নিয়ে আলাপ-আলোচনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। গোলাপ চাষের সঙ্গে যুক্ত কৃষকদের সহজ শর্তে ব্যাঙ্ক লোনের জন্য কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। এছাড়াও গোলাপ চাষের উন্নত টেকনোলজি ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। ফলে গোলাপ উৎপাদন বাড়বে। গোলাপ চাষে যুক্ত থাকা কৃষকদের আয়‌ও বাড়বে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত পাঁশকুড়ার গোলাপ চাষিরা এতদিন ব্যাঙ্ক থেকে লোন না পেয়ে খোলা বাজারে চড়া সুদে টাকা নিয়ে গোলাপ চাষ করত। কিন্তু গোলাপ চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারত না। ফলে মার খেত গোলাপ চাষ। সমস্যায় পড়তে হত গোলাপ চাষিদের। তাই কৃষি দফতরের উদ্যোগে গোলাপ চাষিদের জন্য গোলাপ গ্রাম স্কুল ফার্ম থেকে একদিকে যেমন প্রশিক্ষণ, অন্যদিকে উন্নত টেকনোলজি ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। তেমনই কৃষি দফতর থেকে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। এতে উপকৃত হবেন গোলাপ চাষিরা। বাড়বে গোলাপের উৎপাদন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলায় গোলাপ চাষে বিপ্লব, হতে চলেছে এই কাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement