দেশ-বিদেশ ছুটতে হবে না! মুর্শিদাবাদের বুকেই ৫১ সতী পীঠ, কোথায় তৈরি হল? এক ক্লিকে জেনে নিন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
51 Sati Peeth: দুর্গাপুজোর থিমে ৫১ সতী পীঠ দেখানো হয়েছে। দর্শনার্থীদের বোঝানোর জন্য ৫১ পীঠের মধ্যে কোনটি কোন পিঠ বলে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে এই মণ্ডপ তৈরি হয়েছে।
সাগরদিঘী, তন্ময় মন্ডলঃ সাগরদিঘীর প্রত্যন্ত গ্রামীণ এলাকার পুজোগুলির মধ্যে অন্যতম বালিয়া বিলের ধার কমিটির পুজো। এই বছর পঞ্চম বর্ষে পা দিল এই পুজো কমিটি। এখানে ৫১ সতী পীঠ দেখানো হয়েছে। দর্শনার্থীদের বোঝানোর জন্য ৫১ পীঠের মধ্যে কোনটি কোন পিঠ বলে দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর বালিয়া বিলের ধার দুর্গাপুজো জেলার অত্যন্ত প্রাচীন দুর্গাপুজোরগুলির মধ্যে অন্যতম। গ্রামীণ এলাকায় এই পুজো হলেও জেলা ছাড়িয়ে মালদা ও বীরভূমের একাধিক জায়গা থেকে দর্শকরা পুজো উপভোগ করতে আসেন।
আরও পড়ুনঃ খাবারের পাতে নয়, দুর্গাপুজোর থিমে এবার ইলিশ মাছ! জেলার বুকে অভিনব মণ্ডপসজ্জা, না দেখলে বড় মিস
পুজো কমিটির সদস্যদের কথায়, বর্তমানে অনেকেই ভারত সহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গায় যেখানে সতীর ৫১টি খণ্ড পড়েছিল সেখানে যেতে পারেন না। বিষয়টি প্রচুর ব্যয়সাপেক্ষও। তাই সাধারণ মানুষ ও এলাকার মানুষের কথা মাথায় রেখেই আমরা এই চিন্তাভাবনা ফুটিয়ে তুলেছি। আমাদের শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামের এক পুজো। এখানে আগে থিমের চল ছিল না। সাবেকি প্রতিমাতেই পুজো হত। এই বছর ৫১ সতী পীঠ ফুটিয়ে তুলে সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, দেবী সতী দক্ষ রাজার অমতে মহাদেবকে বিবাহ করেছিলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী। ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন মহাদেব। পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। এই জায়গাগুলিকে সতীপীঠ বলা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৫১ সতী পীঠ খুবই গুরুত্বপূর্ণ। এই স্থান প্রত্যেক হিন্দুর কাছে পরম পবিত্রের জায়গা বলে বিশ্বাস করেন অনেকে। ভারত সহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায় এই ৫১টি পীঠ অবস্থিত। এবার সেটিই মুর্শিদাবাদের এক মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। আগত দর্শনার্থীরা জানিয়েছেন, সতীর প্রত্যেকটি পীঠ পরম পবিত্র বলে মানা হয়। গ্রামীণ এলাকায় থিমের মধ্যে দিয়ে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। জেলাবাসীকে তা চমক দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
September 30, 2025 1:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেশ-বিদেশ ছুটতে হবে না! মুর্শিদাবাদের বুকেই ৫১ সতী পীঠ, কোথায় তৈরি হল? এক ক্লিকে জেনে নিন