South 24 paragans. News: স্বামীকে লুকিয়ে পর পুরুষের সঙ্গে প্রেম করত মহিলা, যার বলি হল ৪ বছরের শিশু
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
South 24 paragans. News: কুলতলীতে মা ও মায়ের প্রেমিকের হাতে খুন ছেলে। তদন্তে গ্রেফতার মা ও তার প্রেমিক। এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।
কুলতলি: স্বামীকে লুকিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মাফুজা পিয়াদা। কলকাতায় জোগাড়ের কাজ করতেন স্বামী তোয়েব আলি। তাদের ৪ বছরের একটি ছোট ছেলেও রয়েছে। মাফুজা পিয়াদার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কুলতলির আবুল হোসেনের সঙ্গে। বেশ কিছু সময় ধরেই তাদের মধ্যে ছিল প্রেম। তোয়েব আলি কাজের জন্য বাড়ি থেকে বেরোলেই আবুল হোসেন বাড়িতে আসতেন বলেও অভিযোগ। সেখানেই তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বাড়ত। কিন্তু মায়ের প্রেমে স্বামীর থেকেও বেশি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল শিশুটি। যার পরিণাম হল মর্মান্তিক।
ঘটনাটি গত মঙ্গলবারের। তোয়েব আলি কাজে বেরিয়ে যেতেই দুপুরে বাড়ি আসেম মাফুজা পিয়াদার প্রেমিক আবুল হোসেন। প্রেমিকের সঙ্গে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেন ওই মহিলা। তাদের বিয়ের সিদ্ধান্তে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় ৪ বছরের ছেলে। তাই দীর্ঘক্ষণ আলোচনার পর স্বামীকে ছেড়ে পালিয়ে গেলেও ছোট ছেলেটিকে প্রাণে মারার সিধান্ত নেয় মাফুজা ও আবুল। নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ককে সফল করতে মা ও তার প্রেমিক মিলে খুন করে ৪ বছরের ছেলেকে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
শিশুটির মৃত্যুর খবর পেলে প্রতিবেশী মাফুজা পিয়াদাকে জিজ্ঞাসাবাদ করে। কোনও সদুত্তর না দিতে পারায় এলাকার লোকজন মারধর শুরু করে। পরে সে জানায় তার প্রেমিক খুন করেছে নিজের সন্তানকে। শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। কুলতলি থানার। পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ও তার মাকে গ্রেফতার করে। ঘটনার পর থেকেই পালাতক ছিলেন প্রেমিক। হস্পতিবার রাতে গাজির মোড় এলাকা থেকে আবুল হোসেনকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
advertisement
Arpan Mondal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 paragans. News: স্বামীকে লুকিয়ে পর পুরুষের সঙ্গে প্রেম করত মহিলা, যার বলি হল ৪ বছরের শিশু