Nadia News: নদিয়া বইমেলায় উপস্থিত বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম! ব্যাপারটা কি
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
এবছর ফের কৃষ্ণনগরেই বইমেলাকে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতার ৭৫ টি পাবলিশার্স এসেছে শহরে।
কৃষ্ণনগর: আবারও কৃষ্ণনগরেই শুরু হল নদিয়া বইমেলা। শুরুর দিনেই বইমেলায় হাজির রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম! না সশরীরে তাদের উপস্থিতি কোনভাবেই সম্ভব নয় কিন্তু বইমেলাকে রীতিমতো বই প্রেমীদের জন্য প্রাণোচ্ছল করে তুলতে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন্ত মডেল সাজিয়ে নিয়ে আসা হয়েছে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে।এদিন বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, অতিরিক্ত জেলা শাসক প্রলয় রায়চৌধুরী, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অন্যান্যরা।
প্রথমে জেলা বইমেলার তরফ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। তারপর পতাকা উত্তোলনের মাধ্যমে বইমেলার শুভ সূচনা হয়। ২২ ডিসেম্বর পর্যন্ত বইমেলা চলবে। প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতবছর শান্তিপুরের পাবলিক লাইব্রেরী ময়দানে এই বইমেলার আয়োজন করা হয়েছিল। তবে এবছর ফের কৃষ্ণনগরেই বইমেলাকে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতার ৭৫ টি পাবলিশার্স এসেছে এবছর।
advertisement
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলায় মোট তিন ধরনের গ্রন্থাগার রয়েছে। ৯৯ টি গ্রামীণ গ্রন্থাগার, দশটি শহর গ্রন্থাগার ও একটি জেলা গ্রন্থাগার। প্রতিটি গ্রামীণ গ্রন্থাগার ১৫ হাজার টাকার বই কিনবে। অর্থাৎ শুধু গ্রামীণ গ্রন্থাগারই ১৪ লক্ষ্য ৮৫ হাজার টাকার বই কিনছে। প্রতিটি শহর গ্রন্থাগার ১৮ হাজার টাকার বই কিনবে। অর্থাৎ শহর গ্রন্থাগার একলক্ষ আশি হাজার টাকার বই কিনবে। আর জেলা গ্রন্থাগার ৪৪ জার টাকার বই কিনছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সব মিলিয়ে ১৭ লক্ষ টাকার বেশি বই কেনা হচ্ছে এবারের জেলা বইমেলায়।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2023 6:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নদিয়া বইমেলায় উপস্থিত বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম! ব্যাপারটা কি