রশি মানে এখানে লোহার শিকল! ৩৫০ বছরের প্রাচীন বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথ টানা হয় যেভাবে! দেখলে চমকাবেন
- Reported by:Suman Saha
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
পুরীর ঐতিহ্য মেনে এখনও বারুইপুরে ৩৫০ বছরের বেশি সময় ধরে রথযাত্রা পালন হয়ে আসছে।
দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের রাসমাঠে রায়চৌধুরী পরিবারের রথ উৎসব ৩৫০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পছন্দের মিষ্টি থাকে। ডালায় থাকে পাঁচ ধরনের মিষ্টি। পুজো দেওয়া হয় এই মিষ্টান্নের। দূর দুরান্ত থেকে মানুষ আসেন বিক্রি করার জন্য।
কেনার জন্য ভিড় পড়ে যায় ক্রেতাদের। এই রথ উৎসবকে ঘিরে এক মাস ধরে মেলা বসে। মেলায় বিক্রি হয় ডালার মিষ্টি। রাসমাঠে উৎসবের সূচনা করেন রায়চৌধুরী পরিবারের সদস্য ও পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী ও অমিয়কৃষ্ণ রায়চৌধুরী।
advertisement
advertisement
রথ সাধারণত রশি দিয়েই টানা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু ব্যতিক্রম বারুইপুরের রায়চৌধুরীদের রথ। ৩৫০ বছরের বেশি পুরনো এই উৎসবে ঐতিহ্য মেনে লোহার শিকল দিয়ে টানা হয় রথ। এই লোহার শিকল ইংরেজ আমলের, তাতে এখনও একটু মরচে পড়েনি। সকাল, দুপুর, সন্ধ্যা-তিনবার টানার পর রথ পৌঁছয় মাসির বাড়ি। এই লোহার শিকল ছুঁতেই দূরদূরান্তের কয়েক হাজার মানুষ চলে আসে রাসমাঠে।
advertisement
রায়চৌধুরী পরিবারের এক সদস্য জানান আমাদের পূর্বপুরুষ জমিদার রাজবল্লভ রায়চৌধুরী এই রথ উৎসবের সূচনা করেছিলেন। সেই পরম্পরা মেনে রথ উৎসব হয়ে আসছে। ইংরেজ আমলের লোহার শিকল সারা বছর রথের সঙ্গেই থাকে। উৎসবের দিন সেই শিকল রথ থেকে খোলার কাজেই বাইরে থেকে প্রচুর লোকজন আসে।নাটমন্দিরে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ধুতি, গেঞ্জি পরা কয়েকশো লোক সাতপাক ঘুরিয়ে দেবতাদের কোলে করে নিয়ে আসে রথে। ঢোল, কাঁসর বাজিয়ে মহাশোভাযাত্রা সহকারে দেবতাদের নিয়ে আসা হয়।একই নিয়ম মেনে নয়দিন পর মাসির বাড়ি থেকে আবার রথ ফিরিয়ে নিয়ে আসা হয়। মেলায় বিভিন্ন গ্রামীণ জিনিসকে ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। মনিহারি থেকে গাছ-গাছালি, বিনোদন, খাওয়া-দাওয়া সব কিছুরই সম্ভার থাকে মেলায়।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2025 6:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রশি মানে এখানে লোহার শিকল! ৩৫০ বছরের প্রাচীন বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথ টানা হয় যেভাবে! দেখলে চমকাবেন









