Snake: মার্বেলের দোকানের এদিকে-ওদিকে ফোঁস ফোঁস শব্দ! একটু খুঁজতেই চক্ষু চড়কগাছ! একে একে উদ্ধার ভয়ঙ্কর বিষাক্ত ৩২ পদ্ম গোখরো
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Snake: বর্ষা বৃষ্টির মাঝেই মছলন্দপুরে এক মার্বেল দোকান থেকে একসঙ্গে উদ্ধার হল ৩২ গোখরো সাপের বাচ্চা! ঘটনায় চাঞ্চল্য এলাকায়। কয়েকদিন ধরেই বিশ্বাসআটি বাজারের কাছে ওই দোকানে সাপের আনাগোনা দেখতে পান স্থানীয় দোকানদার।
মছলন্দপুর: বর্ষা বৃষ্টির মাঝেই মছলন্দপুরে এক মার্বেল দোকান থেকে একসঙ্গে উদ্ধার হল ৩২ গোখরো সাপের বাচ্চা! ঘটনায় চাঞ্চল্য এলাকায়। কয়েকদিন ধরেই বিশ্বাসআটি বাজারের কাছে ওই দোকানে সাপের আনাগোনা দেখতে পান স্থানীয় দোকানদার। দোকানের কর্মীরা লক্ষ্য করেন, মার্বেল পাথরের বাক্সের ফাঁক দিয়ে কিছু নাড়াচড়া করছে। এরপর ভাল করে দেখেন, দেখেন সাপের লেজ। খবর দেওয়া হয় স্থানীয় সাপ ধরায় পারদর্শী নারায়ণ রায়কে।
এদিন ঘটনাস্থলে পৌঁছে একের পর এক মার্বেল এর বাক্স খুলতেই দেখা যায়, কিলবিল করছে ছোট ছোট সাপের বাচ্চা। এরপর সাবধানতা মেনে একে একে সব ক’টি সাপকে ধরে পাত্রে ভরে নেন নারায়ণ। শেষ পর্যন্ত মোট ৩২টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়, যেগুলির বয়স দু-তিন মাস। নারায়ণ রায় জানান, এগুলি ‘পদ্ম গোখরো’ প্রজাতির সাপ, যাদের বিষ অত্যন্ত শক্তিশালী। তবে আশ্চর্যের বিষয়, সাপের মায়ের কোনও হদিশ পাওয়া যায়নি বহু খোঁজাখুঁজির পরও।
advertisement

advertisement
উদ্ধার সাপ
আরও পড়ুনঃ ৪ সন্তানের জন্ম দিয়েও শোকে পাথর মা সঙ্গীতা! কলকাতার হাসপাতালে লড়ছে ৩ জন, এক মেয়ের কী হয়েছে? জানাল বাগনানের পরিবার
এতগুলো সাপ উদ্ধারের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাজারে এবং দোকানের সামনে ভিড় জমান উৎসুক মানুষ। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও তোলেন সেই মুহূর্তের। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, আশপাশের এলাকায় হয়তো আরও এই ধরনের বিষধর সাপ লুকিয়ে থাকতে পারে। ইতিমধ্যেই বিষয়টি বনদফতর ও স্থানীয় প্রশাসনকে জানান হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 4:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: মার্বেলের দোকানের এদিকে-ওদিকে ফোঁস ফোঁস শব্দ! একটু খুঁজতেই চক্ষু চড়কগাছ! একে একে উদ্ধার ভয়ঙ্কর বিষাক্ত ৩২ পদ্ম গোখরো