Christmas Cake: ২৫ ডিসেম্বর ২৫ ফুটের কেক! হাওড়ায় তাক লাগিয়ে দেওয়া আয়োজন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
নাচে গানে এলাকার কচিকাঁচাদের নিয়ে হল বড়দিন উৎসব | উৎসব মানেই তো মিষ্টিমুখ আর বড়দিনের মিষ্টিমুখ মানে কেক|
#হাওড়া: ২৫ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের উৎসব অভিনভ ভাবে পালিত হল হাওড়ার দাশনগরে। ২৫ ফুটের কেক কেটে ২৫০ জন শিশুর মুখে কেক তুলে দিয়ে উদযাপন করা হল বড়দিন | আর সেই কেক বিলি করা হল অনেকের মধ্যেই। হাওড়ার দাসনগরের চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হল এক অভিনব বড়দিন|
নাচে গানে এলাকার কচিকাঁচাদের নিয়ে হল বড়দিন উৎসব | উৎসব মানেই তো মিষ্টিমুখ আর বড়দিনের মিষ্টিমুখ মানে কেক| তিনফুট চওড়া ও ২৫ ফুট লম্বা কেক দেখে অনুষ্ঠানে আসা শিশু থেকে বয়স্করা স্তম্ভিত | আর সেই বিশাল কেক নিয়ে হাজির সান্টাক্লজও | উৎসবের উদ্যোক্তা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা জানান, দু'বছর করোনার কারণে হাসি উড়েছে শিশু থেকে বয়স্ক, সকলেরই| এলাকার মানুষদের একটু আনন্দ দিতেই এই উদ্যোগ |
advertisement
আরও পড়ুন: তিনি তৃণমূলে যোগই দেননি, আইনজীবীর মাধ্যমে স্পিকারকে জানালেন মুকুল
অনুষ্ঠানে উপস্থিত সংগীত শিল্পী অদিতি জানান, এতবড় কেক দেখে কিছুটা থমকে গিয়েছিলাম | কেক যিনি তৈরি করেছেন, তাঁকে অনেক অনেক অভিনন্দন জানাই | আর এই সময় দাঁড়িয়ে শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগকে স্বাগত | ২৫ ফুটের কেকটি ওজনে ১০০ পাউন্ডের বেশি। তৈরী করতে সময় লেগেছে প্রায় ১২ ঘন্টা।
advertisement
advertisement
Debashish Chakrborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 25, 2021 6:43 PM IST