#হাওড়া: ২৫ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের উৎসব অভিনভ ভাবে পালিত হল হাওড়ার দাশনগরে। ২৫ ফুটের কেক কেটে ২৫০ জন শিশুর মুখে কেক তুলে দিয়ে উদযাপন করা হল বড়দিন | আর সেই কেক বিলি করা হল অনেকের মধ্যেই। হাওড়ার দাসনগরের চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হল এক অভিনব বড়দিন|
নাচে গানে এলাকার কচিকাঁচাদের নিয়ে হল বড়দিন উৎসব | উৎসব মানেই তো মিষ্টিমুখ আর বড়দিনের মিষ্টিমুখ মানে কেক| তিনফুট চওড়া ও ২৫ ফুট লম্বা কেক দেখে অনুষ্ঠানে আসা শিশু থেকে বয়স্করা স্তম্ভিত | আর সেই বিশাল কেক নিয়ে হাজির সান্টাক্লজও | উৎসবের উদ্যোক্তা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা জানান, দু'বছর করোনার কারণে হাসি উড়েছে শিশু থেকে বয়স্ক, সকলেরই| এলাকার মানুষদের একটু আনন্দ দিতেই এই উদ্যোগ |
আরও পড়ুন: তিনি তৃণমূলে যোগই দেননি, আইনজীবীর মাধ্যমে স্পিকারকে জানালেন মুকুল
অনুষ্ঠানে উপস্থিত সংগীত শিল্পী অদিতি জানান, এতবড় কেক দেখে কিছুটা থমকে গিয়েছিলাম | কেক যিনি তৈরি করেছেন, তাঁকে অনেক অনেক অভিনন্দন জানাই | আর এই সময় দাঁড়িয়ে শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগকে স্বাগত | ২৫ ফুটের কেকটি ওজনে ১০০ পাউন্ডের বেশি। তৈরী করতে সময় লেগেছে প্রায় ১২ ঘন্টা।
Debashish Chakrborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas Cake