Mukul Roy: তিনি তৃণমূলে যোগই দেননি, আইনজীবীর মাধ্যমে স্পিকারকে জানালেন মুকুল

Last Updated:

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Mukul Roy)৷

মুকুল রায়৷
মুকুল রায়৷
#কলকাতা: মুকুল রায় তৃণমূলে (TMC) যোগ দেননি। মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ সংক্রান্ত স্পিকারের শুনানিতে অংশ নিয়ে এমনই জানালেন মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস৷ যদিও মুকুল রায়ের আইনজীবীর এই দাবির পাল্টা লিখিত প্রতিবাদ জানাতে চলেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য৷
মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানান বিরোধী দলনেতা৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি চালাচ্ছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
সূত্রের খবর, এ দিন শুনানিতে আইনজীবী মারফত মুকুল রায় স্পিকারকে জানিয়েছেন, তিনি তৃণমূলে যোগই দেননি৷ যদিও এই দাবি মানতে চাননি শুভেন্দু অধিকারীর আইনজীবী৷ তিনি জানিয়েছেন, এর বিরুদ্ধে স্পিকারের কাছে লিখিত প্রতিবাদ জানানো হবে৷
advertisement
বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুল রায়৷ কিন্তু ভোটের ফল প্রকাশের পর গত ১১ জুন তৃণমূলে যোগ দেন তিনি৷ এর পরই মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানান বিরোধী দলনেতা৷ স্পিকার বিষয়টি নিয়ে তৎপর হচ্ছেন না বলে অভিযোগ করে আদালতেরও দ্বারস্থ হয় বিজেপি৷
আগামী ৩ জানুয়ারি অধ্যক্ষের ঘরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে৷ ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে৷ যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তির জন্য রাজ্য বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শারীরিক অসুস্থতার জন্য অবশ্য মুকুলকে সাম্প্রতিক কালে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: তিনি তৃণমূলে যোগই দেননি, আইনজীবীর মাধ্যমে স্পিকারকে জানালেন মুকুল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement