South 24 Parganas News: গৃহহীন ভবঘুরেদের আস্থা! এই হোমেই আশ্রয় পেয়েছেন ২৪০ জন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
মানুষের জন্য মানুষ এই ভাবনাকে সামনে রেখে এগিয়ে চলেছে যাদবপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন
দক্ষিণ ২৪ পরগনা: মানুষের জন্য মানুষ এই ভাবনাকে সামনে রেখে এগিয়ে চলেছে যাদবপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের নেতৃত্বে গড়ে ওঠা এই সংস্থা আজ আশ্রয় হয়ে উঠেছে সহায় সম্বলহীন বহু মানুষের। দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ কলকাতার আশেপাশে যারা খোলা আকাশের নীচে রাত কাটাতেন, আজ তাদের মাথার উপর ছাদ তুলে দিয়েছে এই সংস্থা।
প্রায় ২৪০ জন গৃহহীন মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। শুধু আশ্রয় নয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া থেকে শুরু করে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কাজও করে চলেছে এই সংস্থা। নিয়মিত রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সম্প্রতি আয়োজিত চক্ষু শিবিরে প্রায় একশো জনের চোখের পরীক্ষা হয়েছে। প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়েছে চশমা। এমনকি অপারেশনের ব্যবস্থাও করেছে সংস্থা।
advertisement
আরও পড়ুন Couple Accident: নববর্ষের দিনই শেষ হল দম্পতির পথচলা, গাড়ির এক ধাক্কায় প্রাণ গেল দু’জনেরই
advertisement
শিশুদের শিক্ষার আলোয় ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে। স্কুলছুট শিশুদের স্কুলে ফেরানোর ব্যবস্থা, বই-খাতা-পেন সহ শিক্ষা সামগ্রী প্রদান সবই করা হয় ভালোবাসা দিয়ে। দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও কালীঘাট , বালি, উত্তরপাড়া, চুচুড়া ও টিটাগড়ে খুলেছে সেল্টার হোম। যাদবপুরের এই সংগঠনের মহৎ উদ্যোগ আজ সমাজের কাছে এক অনুপ্রেরণা। মানব সেবায় নিঃস্বার্থ ভাবে কাজ করে আসছে এই সংগঠন। সত্যিই হয়ে উঠেছে আশার আস্থা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 11:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গৃহহীন ভবঘুরেদের আস্থা! এই হোমেই আশ্রয় পেয়েছেন ২৪০ জন