CBI: ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে হঠাৎ CBI হানা, মিলল 'সর্ষের মধ্যে ভূত'! তুলকালাম...

Last Updated:

CBI: সিবিআই (CBI)-এর হাতে গ্রেফতার ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ক্যাশিয়ার! ধৃতের নাম মধুসূদন মুখোপাধ্যায়।

সিবিআই-এর হাতে গ্রেফতার ক্যাশিয়ার
সিবিআই-এর হাতে গ্রেফতার ক্যাশিয়ার
#ইছাপুর: ১.৭০ কোটি টাকার তছরুপের অভিযোগে সিবিআই (CBI)-এর হাতে গ্রেফতার ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ক্যাশিয়ার! ধৃতের নাম মধুসূদন মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১২- ২০১৬ সালে ওই কোম্পানির কোটি-কোটি টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন ওই ব্যক্তি।
২০১৭ সালে ৪ এপ্রিল অভিযোগ দায়ের করে ওই কোম্পানির চিফ ভিজিল্যান্স অফিসার। এরপরই সিবিআই ওই বছর ১৭ অক্টোবর এফআইআর করে তদন্ত শুরু করে। জানা গিয়েছে, সিবিআই অভিযুক্ত মধুসূদন মুখোপাধ্যায়কে একাধিক বার তলব করলেও তদন্তে অসহযোগিতা করেন তিনি। তাঁর বয়ানেও একাধিক অসঙ্গতি পাওয়া যায়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কীভাবে তছরুপ এত টাকা? এত কোটি কোটি টাকা তছরুপের পিছনে আর কোন বড় বড় রাঘব বোয়াল রয়েছে? এই ঘটনায় আর কারা যুক্ত? সমস্ত দিক খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৮ সালে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে একটি বড় চক্রের পর্দাফাঁস হয়। অভিযোগ ওঠে, ওই কারখানা থেকে পাচার হত অস্ত্রের নানান অংশ। সেই সময়ই তদন্তে আরও বিস্ফোরক তথ্য উঠে আসে। জানা যায়, সংস্থার অস্ত্র তৈরির নানা অংশ তুলে দেওয়া হত বিহারের মাওবাদীদের হাতে। ওই পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন কারখানারই দুই কর্মী বিকাশ সাউ ও শম্ভু ভট্টাচার্য। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় তাঁরা।
advertisement
সেই ঘটনার পরই কেন্দ্রের তরফেও কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে একটি অস্ত্রের প্রত্যেকটি অংশে বিশেষ নম্বর মার্ক করা হয়। সেই মার্কিং দেখেই অস্ত্রের অংশগুলি জোড়া লাগানো হত। এর ফলে অতিরিক্ত কোনও অংশ বাইরে পাচার করার আশঙ্কা কমে যায়। কিন্তু সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই বছর তিনেকের ব্যবধানে আবার প্রকাশ্যে এল আর্থিক তছরূপের অভিযোগ। এর পিছনেও কোনও মাওবাদী চক্র সক্রিয় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, যে সময় অস্ত্রের অংশ পাচার হত মাওবাদীদের কাছে, সেই সময়ও ওই ফ্যাক্টরিতে টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI: ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে হঠাৎ CBI হানা, মিলল 'সর্ষের মধ্যে ভূত'! তুলকালাম...
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement