Banipur Loka Utsav: করোনার কারণে অনিশ্চিত বানীপুর লোক উৎসব মেলা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
করোনার কারণে অনিশ্চিত বানীপুর লোক উৎসব মেলা, মন খারাপ স্থানীয় বাসিন্দাদের
উত্তর ২৪ পরগনা: বানীপুর লোক উৎসব মেলা হওয়ার কথা থাকলেও করোনার কারণে আবারো পিছিয়ে গিয়েছে মেলা। চলতি বছরে এই মেলা করা সম্ভব হবে কিনা এখন তা নিয়েই উঠছে প্রশ্ন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে প্রথম পর্যায়ে মেলা তারিখ এগিয়ে নিয়ে আসা হলেও, পরবর্তী সময়ে করোনা অতিমারির কারণে তা বাতিল করা হয়। অন্যান্য বছর এই সময়ে চূড়ান্ত প্রস্তুতি চলে বানীপুর লোক উৎসব ময়দানে। কিন্তু বর্তমানে ছবিটা অনেকটাই যেন অন্য। ফাঁকা মাঠ , বন্ধ রয়েছে এক্সিবিশন গ্রাউন্ডও। মন খারাপ বানিপুর সহ অশোকনগর হাবরা বিস্তীর্ণ এলাকার মানুষজন এর। চলতি বছরের অন্য কোন সময়ে এখন এই মেলা করা সম্ভব হয় কিনা এখন সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2022 9:49 PM IST