মাথার ওপর করোনা ভাইরাসের ছায়া, দূরত্ববিধি হাওয়া হল ডেঙ্গু-ম্যালেরিয়া সচেতনতা!

Last Updated:

এঁদো পুকুরের সামনে গায়ে গায়ে দাঁড়িয়ে ডেঙ্গু ও করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গিকার বারাসতে।খাদ্যমন্ত্রী বললেন...

#বারাসত: করোনা আর ডেঙ্গির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে মানববন্ধন বারাসতে। উপস্থিত রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সচেতনতা নিয়ে লম্বা বক্তৃতা মন্ত্রীর।বারাসত খিলখাপুর পঞ্চায়েতের গায়ে উত্তর পাশে মঞ্চ।সামনে জাতীয় সড়ক ৩৪ নম্বর। মঞ্চের সামনে ঠাসাঠাসি দর্শক।মূলত এই পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপস্থিতির কথা বারবার ঘোষণা হচ্ছে সেই মঞ্চ থেকে।আবার ৩৪ জাতীয় সড়ক জুড়ে  রাস্তার সামনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও স্বাস্থ্য দফতরের মহিলারা দুই রাস্তার দুইপাশে দাঁড়িয়ে রয়েছেন  প্ল্যাকার্ড হাতে। কোন প্ল্যাকার্ডে  ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতার কথা বলা হয়েছে। তো কোন প্ল্যাকার্ডে করোনা কালে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে।
আর যাঁরা এই প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে তাঁরাও জানেম সামাজিক দূরত্ব  বজায়ের কথা। কিন্তুু দাঁড়াচ্ছেন গায়ে গায়ে,পাশাপাশি ঠাসাঠাসি করে।বসছেনও পাশাপাশি। ডেঙ্গুর বিরুদ্ধে এত বড় মাপের সচেতনতার অনুষ্ঠানের আয়োজক পঞ্চায়েতের নাম খিলখাপুর। আর পঞ্চায়েতের ডান পাশের মঞ্চে চলছে  সচেতনতার কথা।বাম পাশে পঞ্চায়েতের ভবনের গায়ে রয়েছে পুকুর। সেটার বর্তমান অবস্থা  এঁদো ডোবা। ময়লা, আবর্জনা, প্লাস্টিকের ভরপুর সেই পুকুর ।
advertisement
Awareness campaign against Dengue and malaria in presence of food minister Rathin Ghosh Awareness campaign against Dengue and malaria in presence of food minister Rathin Ghosh
advertisement
পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার কথা বলার অনুষ্ঠানে এঁদো পুকুর সকলের সামনে না আসে তার জন্য একটা প্লাস্টিকের চট দিয়ে ঘিরে দেওয়া হয়ছে রাস্তার সামনে দিয়ে। সব মিলিয়ে মঞ্চ, দর্শক, রাস্তায় প্ল্যাকার্ড হাতে থাকা মানুষ কেউ কোন সচেতনতার নিয়ম মানছেন না। আর তা দেখে কেই বা সচেতন হবে। এই প্রশ্নের উত্তরে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দাবি তাঁরা চেষ্টা করছে মানুষকে বোঝাতে। তাই এই আয়োজন। তবু তাঁদের ডাকে আসা মানুষও সচেতন হচ্ছে না।তবু তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
advertisement
করোনা সচেতনতাতে এই ভাবে মানুষ পাশাপাশি দাঁড়ানো আর এঁদো পুকুরে ময়লা, প্লাস্টিকের, রাখা ও সচেতনতার আয়োজক পঞ্চায়েতের উপপ্রধান অব্দুল মান্নানের দাবি পুকুরটি বেসরকারি মালিকানাধীন। আর সচেতনতা আনার চেষ্টা তারা শুরু করেছে। এই অনুষ্ঠানে রাস্তার ধারে প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো রাজিয়া বিবির দাবি পঞ্চায়েতের কর্তা ও নেতারা বলেছে তাই আসা।তবে সবার একটু দূরে দূরে দাঁড়ালেই ভালো।
advertisement
RAJARSHI Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাথার ওপর করোনা ভাইরাসের ছায়া, দূরত্ববিধি হাওয়া হল ডেঙ্গু-ম্যালেরিয়া সচেতনতা!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement