Home /News /south-bengal /

মাছ ধরতে গিয়ে জালে উঠে এল অতিকায় জীবের দেহ! ঘ‌‌‌‌টনা ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য

মাছ ধরতে গিয়ে জালে উঠে এল অতিকায় জীবের দেহ! ঘ‌‌‌‌টনা ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য

প্রায় ৫ ফুটের কাছাকাছি অতিকায় জন্তু দেখতে সেই মুহূর্তে ভিড় জমে যায় এলাকায়।

 • Share this:

  #দক্ষিণ ২৪ পরগণা: মাছ ধরতে নদীতে ফেলা হয়েছিল জাল। জাল ভারী হতেই উপরে টেনে জেলের চোখ চড়কগাছ। মাছের বদলে উঠে এসেছে অতিকায় অজানা জন্তু। প্রায় ৫ ফুটের কাছাকাছি অতিকায় জন্তু দেখতে সেই মুহূর্তে ভিড় জমে যায় এলাকায়। ঘটনা দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের কুলতলির।

  আজ বুধবার কুলতলির নৈপুকুরিয়া নদীতে জাল ফেলেছিলেন বাসিন্দা তপন সর্দার। হঠাৎই জাল ভারী হওয়ার পর টান দিয়ে দেখেন মাছ নয়, ধরা পড়েছে একটি শুশুক। শুশুকটি লম্বায় ৪ ফুট ৭ ইঞ্চি ও চওড়ায় ১ ফু‌ট ৪ ইঞ্চি। শুশুকটিকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। উত্তেজনা ছড়ায় এলাকার মানুষের মধ্যে। এলাকার মানুষ অজানা জীবের ছবি তুলতে ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু ততক্ষণে শুশুকটি মৃত।

  সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরকে। খবর পেয়েই ঘ‌টনাস্থলে হাজির হন বনদফতরের আধিকারিকরা। বনদফতরের আধিকারিকরা এসে মৃত শুশুকটিকে উদ্ধার করে। শুশুকটিকে ময়নাতদন্তের জন্য ঝড়খালি রেঞ্জে পাঠানো হয়েছে। কী ভাবে শুশুকটির মৃত্যু হল ও জালে ধরা পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে।

  অর্পণ মণ্ডল

  Published by:Swaralipi Dasgupta
  First published:

  পরবর্তী খবর