West Bardhaman News: জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু দু'জনের! সচেতনতার অভাব কি বাড়িয়ে দিচ্ছে বিপদ?

Last Updated:

West Bardhaman News: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাইক। মৃত্যু দুই যুবকের। দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। আবেগ, উত্তেজনার বসে লাগামছাড়া গতিতে বাইক চালাচ্ছেন। আর তার ফলেই যখন তখন হারিয়ে ফেলছেন নিয়ন্ত্রণ।

+
প্রতিকী

প্রতিকী ছবি।

পশ্চিম বর্ধমান: জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাইক। মৃত্যু দুই যুবকের। দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। জানা গিয়েছে, বাইকটি আসানসোলের দিক থেকে মুচিপাড়া অভিমুখে যাচ্ছিল। সে সময়েই সজোরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের ডিভাইডারের পোলে। বাইক থেকে ছিটকে পড়েন দু’জনেই। তারপরেই সংজ্ঞাহীন হয়ে যান।
ঘটনার পরেই প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন সেখানে। ছুটে আসেন পুলিশকর্মীরা। গুরুতরভাবে আহত দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। জানা গিয়েছে, দুজনেই দুর্গাপুরের এসবি মোড় এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী আকাশ দাস, অন্যজন ৩২ বছর বয়সী তালিভ শেখ। ডিভিসি মোড়ের উড়ালপুলের নীচে এই দুর্ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
কিন্তু এমন দুর্ঘটনা কেন হচ্ছে বারবার? প্রশ্ন তুলছেন অনেকেই। বিশেষজ্ঞদের ধারণা, বাইক নিয়ে গতির লড়াই দেখাতে উৎসাহী হয়ে উঠছে যুব সমাজের একটা অংশ। সে সময় নিজেদের নিরাপত্তা বা ট্রাফিক আইন মাথায় থাকছে না। আবেগ, উত্তেজনার বসে লাগামছাড়া গতিতে বাইক চালাচ্ছেন। আর তার ফলেই যখন তখন হারিয়ে ফেলছেন নিয়ন্ত্রণ। যার ফল হচ্ছে এমন মর্মান্তিক। যাচ্ছে প্রাণ।
advertisement
advertisement
উল্লেখ্য, পুলিশ প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনা রোধ করতে নানাভাবে পদক্ষেপ করা হয়েছে। জাতীয় সড়কের নিরাপত্তা সুনিশ্চিত করতে লাগানো হয়েছে বহু সিসিটিভি। পাশাপাশি পুলিশ কর্মীরা নজরদারি চালাচ্ছেন। তাছাড়া সেফ ড্রাইভ, সেভ লাইফ এর মাধ্যমে মানুষজনকে সচেতন করা হচ্ছে। হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণে রেখে বাইক চালানো সম্পর্কে বোঝানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও অনেকে অসচেতনতামূলক মনোভাব সঙ্গী করে রাস্তায় নামছেন। যার ফলে এমন দুর্ঘটনা হচ্ছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু দু'জনের! সচেতনতার অভাব কি বাড়িয়ে দিচ্ছে বিপদ?
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement