Domkol Death: নির্মীয়মাণ বাড়িতে তড়িদাহত হয়ে মৃত ২
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Domkol Death: পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
ডোমকল : নির্মীয়মাণ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে বুধবার ডোমকলের (Domkol) গড়াইমারি এলাকায়। মৃত্যু হয়েছে বাড়ির মালিক জব্বর মন্ডল ও মিস্ত্রী হোসেন মন্ডলের। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
আরও পড়ুন : ডোমকলে খেলার সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত ২ শিশু, এলাকায় চাঞ্চল্য
মৃতদের বাড়ি ডোমকলের নিশ্চিন্তপুরে। জানা গিয়েছে, জল তোলার জন্য পাম্পের সুইচ দিতেই তড়িদাহত হয়ে জব্বর পড়ে যান। কর্মরত রাজমিস্ত্রি হাসানুল হক ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ডোমকল থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় মৃতদের পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত জব্বর মন্ডলের আত্মীয় ইয়াকুব মন্ডল বলেন, ‘‘আমরা খবর পাওয়ামাত্র হাসপাতালে ছুটে আসি। বাড়িতে ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। কীভাবে এই ঘটনা ঘটল আমরা বুঝতে পারছি না।’’
advertisement
আরও পড়ুন : ভোরে পরিবারের চারজন গেলেন কয়লা আনতে, ফিরল মৃতদেহ! লাউদোহায় বীভৎস কাণ্ড
বৈদ্যুতিক তার থেকে না পাম্প থেকে এই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মৃত হোসেন মন্ডলের আত্মীয় আশরাফুল মন্ডল বলেন, ‘‘হোসেন আগে শ্রমিকের কাজ করতেন। বেশ কয়েক বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন। আমরা ওঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। জানতে পারি বাড়ির মালিকেরও মৃত্যু হয়েছে। তবে কীভাবে তড়িদাহত হয়ে মৃত্যু হল সেই বিষয়ে আমাদের কিছু জানা নেই।’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 10:02 PM IST