Domkol Children Injured: ডোমকলে খেলার সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত ২ শিশু, এলাকায় চাঞ্চল্য

Last Updated:

Domkol Children Injured: আহত দুই শিশুর নাম জুনাইদ হোসেন ও ফারহান সেখ। স্থানীয়দের তৎপরতায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়

ডোমকল : খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে দুই শিশুর গুরুতর আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ডোমকলের (Domkol) ধূলাউড়ির তুলসীপুর শিশেপাড়া এলাকায়। আহত দুই শিশুর নাম জুনাইদ হোসেন ও ফারহান সেখ। স্থানীয়দের তৎপরতায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ এসে দুটি বোমা উদ্ধার করে।
আরও পড়ুন : বাড়িতেই তৈরি করুন ভূস্বর্গের পানীয়, শীত হয়ে উঠবে আরামদায়ক
জানা গিয়েছে,পাটকাঠির গাদার পাশে খেলা করছিল ওই দুই শিশু। খেলতে খেলতে পাটকাঠির গাদার উপর দিক থেকে বোমা পড়ে ফেটে যায়। বিকট আওয়াজ শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। রক্তাক্ত অবস্থায় ২ শিশুকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত জুনাইদ হোসেনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে অভিযোগের তির আহত ফারহান সেখের দাদু গজলু সেখের দিকে। আহত জুনাইদ হোসেনের বাবা বানেজ সেখ বলেন,  ‘‘দুপুরে আমার ছেলে খাওয়া দাওয়া করে মাঠে খেলা করছিল। বিকট আওয়াজ শুনে আমি ছুটে বাড়ি থেকে বেরিয়ে আসি। প্রতিবেশীদের মুখে শুনতে পাই বোমা ফেটেছে। ছুটে গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তবে আমাদের অনুমান আহত ফারহান সেখের দাদু গজলু সেখ এই ঘটনায় অভিযুক্ত রয়েছে।’’
advertisement
আরও পড়ুন : শীতের রাতে সোয়েটার পরেই ঘুমোতে যান? দেখুন এই অভ্যাস কতটা বিপজ্জনক স্বাস্থ্যের জন্য
এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসী মহম্মদ হোসেন বলেন, ‘‘বোমা বিস্ফোরণের ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি। পুলিশ এসে এলাকায় তল্লাশি চালিয়ে দুটি বোমা উদ্ধার করেছে। আমরা চাই কে বা কারা এই বোমা মজুত রেখেছিল পুলিশ তদন্ত করে বের করুক।’’ তবে একের পর এক বোমা বিস্ফোরণে শিশুরা আহত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে জেলাতে। কয়েকদিন আগেই বহরমপুরের টিকটিকিপাড়ায় বোমা বিস্ফোরণে ৩ শিশু গুরুতর আহত হয়েছিল। সেই ঘটনায় রেশ কাটতে না কাটতেই আবার শিশুরাই আহত।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Domkol Children Injured: ডোমকলে খেলার সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত ২ শিশু, এলাকায় চাঞ্চল্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement