বন্ধ সিনেমা হলের ছাদ ভাঙল হাওড়ায়, মৃত ২
Last Updated:
বন্ধ সিনেমা হল ভাঙতে গিয়ে বিপত্তি হাওড়ায় ৷ ছাদের একাংশ ভেঙে মৃত হল দু’জনের, আহত আরও ২ ৷ ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দানের কাছে বঙ্গবাসী এলাকায় ৷
#হাওড়া: বন্ধ সিনেমা হল ভাঙতে গিয়ে বিপত্তি হাওড়ায় ৷ ছাদের একাংশ ভেঙে মৃত হল দু’জনের, আহত আরও ২ ৷ ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দানের কাছে বঙ্গবাসী এলাকায় ৷
ওই এলাকার একটি পুরনো সিনেমাহল ভেঙে তৈরি হচ্ছে একটি শপিং মল ৷ গতকাল সেটি ভাঙার কাজ চলছিল ৷ সেই সময়ই প্রেক্ষাগৃহের একাংশ ভেঙে পড়ে ৷ চাঁইয়ের তলায় চাপা পড়ে যান চারজন শ্রমিক ৷ গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে ৷ সেখানেই মৃত্যু হয় দু’জনের ৷
advertisement
advertisement
অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ মৃতদের নাম মণিরুল ইসলাম ও শামিম হুসেন ৷
ভাঙার সময় সাবধানতা অবলম্বন না করাতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2018 11:27 AM IST