নগদ লাখ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল
Last Updated:
নগদ লাখ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল
#নয়াদিল্লি: একেবারে হাতে হাতে লাখ টাকা। দেশবাসীকে নগদ দশ লাখ টাকা জেতার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। শুধু এর জন্য ভারতীয় রেলকে জানাতে হবে আপনার ভাবনা অর্থাত্ আইডিয়া। আর আপনার দেওয়া আইডিয়া ভারতীয় রেলের পছন্দ হলেই আপনি নগদ এক লাখ টাকা থেকে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত জিততে পারেন।
প্রতিদিন ভারতীয় রেলে চাপেন লক্ষ লক্ষ যাত্রী। সেই লক্ষ লক্ষ যাত্রী ও সাধারণ মানুষদের জন্য লাখ টাকার প্রশ্ন এনেছে রেল কর্তৃপক্ষ। প্রশ্নটি হল- ‘হাউ টু রেইজ মানি ফর রেলওয়েজ টু প্রোভাইড বেটার সার্ভিসেস।’অর্থাত্ খরচ কমিয়ে আরও উন্নত পরিষেবা দিতে রেলকে দেখাতে হবে আয়ের সঠিক পথ। এই প্রশ্নের উত্তর দিতে পারলেই লাখপতি।
advertisement
advertisement
প্রতিযোগিতার প্রথম পুরস্কার দশ কোটি টাকা, দ্বিতীয় জন পাবেন পাঁচ লাখ, তৃতীয় তিন লাখ ও চতুর্থ জনের ঝুলিতে আসবে এক লাখ টাকা । প্রতিযোগিতায় অংশ নিতে হলে লগইন করতে হবে ভারতীয় রেলের ওয়েবসাইট https://innovate.mygov.in-এ । নাম রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীর ইমেল-এ প্রতিযোগিতার নিয়মাবলী জানিয়ে রেলের তরফ থেকে মেল পাঠানো হবে।
advertisement
রেলকে আয়ের সুযোগ্য পথ দেখানোর ভাবনাটি গুছিয়ে ন্যূনতম 250 শব্দ থেকে সর্বাধিক এক হাজার শব্দের মধ্যে লিখে পিডিএফ বা পিপিটি ফরম্যাটে পাঠাতে হবে। লিখতে হবে ইংরেজি বা হিন্দিতে। লেখা পাঠানোর শেষ তারিখ 19 মে, 2018।
Indian Railway has launched a Public Competition on “how to raise money for Railways to provide better services (जनभागीदारी)”. Participants can submit their entries by accessing the link https://t.co/dDVybgEaO3 with award money of ₹ 10 lakhs, 5 lakhs , 3 lakhs & 1 lakh.” pic.twitter.com/ddhZaeFGaP
— Ministry of Railways (@RailMinIndia) March 23, 2018
advertisement
Location :
First Published :
March 26, 2018 10:52 AM IST