নগদ লাখ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল

Last Updated:

নগদ লাখ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল

#নয়াদিল্লি: একেবারে হাতে হাতে লাখ টাকা। দেশবাসীকে নগদ দশ লাখ টাকা জেতার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। শুধু এর জন্য ভারতীয় রেলকে জানাতে হবে আপনার ভাবনা অর্থাত্‍ আইডিয়া। আর আপনার দেওয়া আইডিয়া ভারতীয় রেলের পছন্দ হলেই আপনি নগদ এক লাখ টাকা থেকে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত জিততে পারেন।
প্রতিদিন ভারতীয় রেলে চাপেন লক্ষ লক্ষ যাত্রী। সেই লক্ষ লক্ষ যাত্রী ও সাধারণ মানুষদের জন্য লাখ টাকার প্রশ্ন এনেছে রেল কর্তৃপক্ষ। প্রশ্নটি হল- ‘হাউ টু রেইজ মানি ফর রেলওয়েজ টু প্রোভাইড বেটার সার্ভিসেস।’অর্থাত্‍ খরচ কমিয়ে আরও উন্নত পরিষেবা দিতে রেলকে দেখাতে হবে আয়ের সঠিক পথ। এই প্রশ্নের উত্তর দিতে পারলেই লাখপতি।
advertisement
advertisement
প্রতিযোগিতার প্রথম পুরস্কার দশ কোটি টাকা, দ্বিতীয় জন পাবেন পাঁচ লাখ, তৃতীয় তিন লাখ ও চতুর্থ জনের ঝুলিতে আসবে এক লাখ টাকা । প্রতিযোগিতায় অংশ নিতে হলে লগইন করতে হবে ভারতীয় রেলের ওয়েবসাইট https://innovate.mygov.in-এ । নাম রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীর ইমেল-এ প্রতিযোগিতার নিয়মাবলী জানিয়ে রেলের তরফ থেকে মেল পাঠানো হবে।
advertisement
রেলকে আয়ের সুযোগ্য পথ দেখানোর ভাবনাটি গুছিয়ে ন্যূনতম 250 শব্দ থেকে সর্বাধিক এক হাজার শব্দের মধ্যে লিখে পিডিএফ বা পিপিটি ফরম্যাটে পাঠাতে হবে। লিখতে হবে ইংরেজি বা হিন্দিতে। লেখা পাঠানোর শেষ তারিখ 19 মে, 2018।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নগদ লাখ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement