ইসিজি, ইউএসজির মতো পরীক্ষার প্রয়োজনে আর ছুটতে হবে না হাসপাতালে! এবার হসপিটাল অন হুইলস চালু হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়

Last Updated:

চলমান হাসপাতাল বা হসপিটাল অন হুইলস পরিষেবা শুরু করতে দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলা মোট ১৮টি গাড়ি পেতে চলেছে। 

অ্যাম্বুল্যান্স
অ্যাম্বুল্যান্স
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: চলমান হাসপাতাল বা হসপিটাল অন হুইলস পরিষেবা শুরু করতে দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলা মোট ১৮টি গাড়ি পেতে চলেছে। এই ভ্রাম্যমাণ গাড়িগুলি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দেবে। স্বাস্থ্যবিভাগের কর্তারা মনে করছেন, এতে প্রান্তিক এলাকার মানুষ উপকৃত হবে। ছোটখাট প্রয়োজনে পরীক্ষার জন্য তাঁদের আসতে হবে না হাসপাতালে।
জানা গিয়েছে, এই জেলায় ২৯টি ব্লকের মধ্যে ১৬টি দক্ষিণ ২৪ পরগনা এবং ১৩টি ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় রয়েছে। সেই মতো দুই জায়গায় যথাক্রমে ১০ এবং ৮টি গাড়ি বরাদ্দ করেছে স্বাস্থ্য দফতর। এই গাড়িতে রক্তের বিভিন্ন পরীক্ষার জন্য ল্যাবরেটরি থাকবে। ইসিজি, ইউএসজির পরিষেবাও পাবেন রোগীরা।
advertisement
advertisement
গ্রামের ভৌগোলিক অবস্থান বুঝে গাড়িগুলিকে পাঠানো হবে। যেসব জায়গা থেকে মানুষজনকে অনেকটা পথ পেরিয়ে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আসতে হয়, সেই এলাকাগুলিকে প্রাধান্য দেওয়া হবে। কোথাও দু’টি ব্লকে পিছু একটি গাড়ি থাকবে, কোথাও আবার তিনটি। গাড়িগুলি আপাতত সপ্তাহে দু’দিন করে ঘুরবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ডায়মন্ডহারবার এবং দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক যথাক্রমে জয়ন্ত সুকুল ও মুক্তিসাধন মাইতি বলেন, “শীঘ্রই এই গাড়ি আমরা হাতে পাব। মানুষজনের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক পরিষেবা বিশেষ ক্ষেত্রে অত্যন্ত এলাকার যে সমস্ত বাসিন্দা আছে বা দ্বীপ এলাকার মানুষ তাদের জন্য এই সুবিধা আরও বেশি কাজে আসবে। কারণ গ্রামীণ এলাকার  বা সুন্দরবন প্রত্যন্ত এলাকার মানুষদের এই ধরনের পরিষেবা পেতে সমস্যা হত সেগুলি মিটে যাবে।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইসিজি, ইউএসজির মতো পরীক্ষার প্রয়োজনে আর ছুটতে হবে না হাসপাতালে! এবার হসপিটাল অন হুইলস চালু হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement