১২টি শিয়ালের মৃতদেহ পড়ে এদিক-ওদিক, ডোমকলে চাঞ্চল্যকর ঘটনা

Last Updated:

Fox died: এমনিতেই এখন শিয়াল দেখাই যায় না। তার মধ্যে একটা-দুটো নয়, ১২টি শিয়ালের মৃত্যু!

ডোমকল: হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিড়ে মৃত্যু হল ১২ টি শিয়ালের। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকায়।
ওই ঘটনায় ডোমকল বিদ্যুৎ দফতর ও আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। জানা গিয়েছে, ডোমকল থেকে আমিনাবাদ ভায়া হয়ে অম্বরপুর এলাকায় ৪ নং ফিডারে বিদ্যুৎ সরাবরাহ হয় মাঠের ওই ১১ হাজার ভোল্টেজের তার দিয়ে।
শনিবার সকালে দুর্বল অবস্থায় থাকা তারের একাংশ হঠাৎ মাটিতে ছিড়ে পড়ে। কিন্তু ততক্ষণে কারোর তা জানা নেই। সকাল সকাল ওই এলাকারই এক ব্যাক্তি মাঠে কৃষিকাজে যান। তখনই ওই তারের ধারে কাছে যেতেই তাঁর শর্ট লাগে।
advertisement
advertisement
আরও পড়ুন- অবৈধ সম্পর্কের জের! স্বামীকে মদের সঙ্গে একী মিশিয়ে খাইয়ে দিল স্ত্রী! ভয়াবহ
সেই ব্যক্তি ছুটে এসে এলাকার বাকিদের জানান। তখনই স্থানীয় এক কম্পিউটার দোকানদার বিদ্যুৎ অফিসে ফোন করে ৪ নং ফিডার সাটডাউন করান। ওই ঘটনার পর এক এক করে ১২ টি শিয়ালের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
তারের সংষ্পর্শে শিয়ালগুলির মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছেড়া তার মেরামত করেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তার পর ডোমকল পৌরসভার গাড়ি এসে মৃত ১২ টি শিয়ালকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন- সবুজ সাথীর নতুন সাইকেল নিয়ে বাড়ি ফেরা হল না! মাঝপথেই প্রাণ গেল দুই ছাত্রীর
যদিও এই ঘটনায় স্থানীয়রা ডোমকল বিদ্যুৎ দফতর ও আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন। ঘটনায় ডোমকল বিদ্যুৎ দপ্তরের ষ্টেশন ম্যানেজার গোলাম মহিউদ্দিন আহাম্মেদকে একাধিকবার ফোন করা হলেও  তিনি ফোন ধরেননি বলে অভিযোগ।
রাকিবুল ইসলাম
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১২টি শিয়ালের মৃতদেহ পড়ে এদিক-ওদিক, ডোমকলে চাঞ্চল্যকর ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement