Bangla News|| ১৭ টাকা ছিল, আচমকা দিনমজুরের অ্যাকাউন্টে ঢুকল ১০০ কোটি! তারপর গোটা গ্রামে যা হল...!
- Reported by:ZIAUL ALAM
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: দিনমজুরের একাউন্টে ১০০ কোটি, আতঙ্কে ভয়ে টাকা ফেরত দিতে মরিয়া, পুলিশ সাইবার ক্রাইম ব্রাঞ্চের নোটিশ পেয়ে ঘুম উড়েছে ওই দিনমজুর ও তার পরিবারের লোকজনদের।
দেগঙ্গা: দিনমজুরের অ্যাকাউন্টে ১০০ কোটি, আতঙ্কে ভয়ে টাকা ফেরত দিতে মরিয়া ওই ব্যক্তি। পুলিশ সাইবার ক্রাইম ব্রাঞ্চের নোটিশ পেয়ে ঘুম উড়েছে ওই দিনমজুর ও তার পরিবারের লোকজনদের। উত্তর ২৪ পরগণার দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামের ঘটনা। পুলিশের নোটিশ পেয়ে কার্যত দিশেহারা নাসিরুল্লাহ নামে ওই দিনমজুর।
কয়েক দিন আগে দেগঙ্গা থানা থেকে একটি নোটিশ দেওয়া হয় দিনমজুর নাসিরুল্লাহকে। যে নোটিশে লেখা আছে জঙ্গিপুর জেলা পুলিশের অধীন রঘুনাথগঞ্জ থানায় নাসরুল্লাহর নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে কী অভিযোগ তা নোটিসে লেখা নেই। আগামী ৩০ তারিখ সমস্ত কাগজপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে নাসিরুল্লাহকে। নোটিশ পাওয়ার পর কার্যত রাতের ঘুম উবে গিয়েছে তাঁর। খোঁজখবর নিয়ে নাসিরুল্লাহ জানতে পারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা ঢুকেছে। গুগল পে অ্যাকাউন্টে ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখাচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু’জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে
তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা হয়েছে জানার পরেই মঙ্গলবার ব্যাঙ্কে যান নাসিরুল্লাহ। তাঁর দাবি, ব্যাঙ্ক ম্যানেজার অ্যাকাউন্ট চেক করার পর বলেন, তাঁর অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা আছে। তবে গুগল পে অ্যাকাউন্টে কেন ১০০ কোটি টাকা ব্যালেন্স দেখাচ্ছে জানতে চাইলে ব্যাঙ্ক ম্যানেজার ফের তার অ্যাকাউন্ট চেক করেন। দেখা গিয়েছে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আর কোন তথ্য দেওয়া যাবে না।
advertisement
নাসিরুল্লাহ বলেন, ‘ওই টাকা আমার নয়। ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি চাই অবিলম্বে আমার একাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক।’
জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 11:32 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| ১৭ টাকা ছিল, আচমকা দিনমজুরের অ্যাকাউন্টে ঢুকল ১০০ কোটি! তারপর গোটা গ্রামে যা হল...!










