South 24 Parganas News: বিশ্বকর্মা বিসর্জন করতে গিয়ে নদীতে তলিয়ে গেল যুবক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
ডায়মন্ডহারবারে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন করতে গিয়ে নদীতে তলিয়ে গেল কাঁকিনাড়ার যুবক
দক্ষিণ ২৪ পরগনা: প্রতিমা বিসর্জন করতে গিয়ে ভাটার টানে নদীতে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের কাছে হুগলি নদীতে। বছর চব্বিশের নিখোঁজ যুবকের নাম পাপ্পু ওরফে কৃষাণ সাহু। তার বাড়ি কাঁকিনাড়া।
আরও পড়ুন: দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পেনের পর এবার লগ্নি নিয়ে বৈঠক আমিরশাহীতে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাপ্পু ওরফে কৃষাণ গত কয়েক মাস ধরে ডায়মন্ডহারবারের নগেন্দ্র বাজারে একটি বরফ কারখানায় শ্রমিকের কাজ করছিল। ওই কারখানায় যথারীতি বিশ্বকর্মা পুজো হয়েছিল। সেখানকার অন্যান্য শ্রমিকদের সঙ্গে প্রতিমা বিসর্জন করতে গিয়েছিল পাপ্পু’ও। নদীতে ভাটা থাকায় বেশ কিছুটা নেমে গিয়ে প্রতিমা বিসর্জন করতে হয়। কিন্তু বিসর্জনের পর সকলে উঠে এলেও পাড়ে পাপ্পুর জুতো পড়ে থাকতে দেখে বাকিদের সন্দেহ হয়।
advertisement
advertisement
এরপর ওই যুবকের খোঁজ শুরু হয়। চারিদিকে খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান মেলেনি। ঘটনার খবর পেয়ে ডায়মন্ডহারবার থানার পুলিশের পক্ষ থেকে নিখোঁজ যুবকের খোঁজে লঞ্চে করে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নামানো হয়েছে সিভিল ডিফেন্সের ডুবুরি। কারখানা ও পুলিশের তরফে নিখোঁজ যুবকের বাড়িতেও খবর পাঠানো হয়েছে। ওই যুবক ও তার সঙ্গীরা মদ্যপ অবস্থায় নদীতে নামায় দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 12:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিশ্বকর্মা বিসর্জন করতে গিয়ে নদীতে তলিয়ে গেল যুবক