সিরিয়ালকেও হার মানায়! স্বামী ছেড়ে আসায় শ্বশুরবাড়ির সামনে ধর্ণা দিল্লিতে কর্মরতার, পাশে দাঁড়াল গোটা গ্রাম

Last Updated:

নিজের বউকেই আবার বিয়ে করতে হল বরকে, কাণ্ড একেবারে জম্পেশ...

Wedding Drama
Wedding Drama
#ঘাটাল: বিয়ে হলেও পরে পাত্তা দিচ্ছিল না স্বামী, স্ত্রীকে ছেড়ে নিজের বাড়িতে চলে এসেছিল স্বামী।তাই স্বামীর ঘর করতে চেয়ে দিল্লি থেকে ঘাটালের কুঠিঘাটে এসে মঙ্গলবার সকাল ১০ টা থেকে স্বামীর বাড়ির সামনে ধর্ণা দিয়েছিলেন গৃহবধূ।
ঘাটালের কুঠিঘাটের বিবেক ভুঁইয়ার সাথে ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হয় দিল্লিতে কর্মরতা উত্তর ২৪ পরগণার জগদ্দল থানার শ্যামনগরের তরুণী মোনালিসা জয়ধরের।রেজিস্ট্রির আবেদন করেও আর রেজিস্ট্রি বিয়ে করা হয়নি। ঘাটালের মন্দিরে বিয়ে হয় মোনালিসা-বিবেকের।মোনালিসা দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত থাকায় সেখানে বিবেকের নিত্য যাতায়াত ছিল। হঠাৎ বিবেক এই সম্পর্ক অস্বীকার করে এবং তাঁকে পাত্তা দিচ্ছিল না এমনটাই দাবি মোনালিসার।
advertisement
advertisement
এরপরেই মোনালিসা দিল্লি থেকে ৮  নভেম্বর কুঠিঘাটে তাঁর স্বামী বিবেক ভূুঁইয়ার বাড়িতে এসে ধর্নায় বসেন। স্বামীর কাছে ফিরতে চেয়ে তার সঙ্গে সংসার করার দাবি নিয়েই সকাল থেকে ধর্ণায় বসেন মোনালিসা। এদিকে ধর্নায় বসার খবর কানাকানি হতেই বিবেকের পরিবার বেপাত্তা।
advertisement
খবর যায় পুলিশ প্রশাসনের কাছে। যাবতীয় বিবাহিত জীবনের ছবি সহ প্রমান নিয়ে ধরনায় বসেছিলেন মোনালিসা। শয়ে শয়ে গ্রামবাসীরা পাশে থেকে সমর্থন করেন তাদের গ্রামের বধূকে। রাত এগারোটার সময় ঘাটাল থানার ওসি সহ পুলিশ যায় ঘটনাস্থলে। আসে বিবেকের পরিবারও। তাঁরাও বাড়ির বউকে বাড়িতে ফেরাতে চান। গ্রামবাসীরা অনড়, তাঁরা সবার সামনে আর একবার বিয়ে দিয়ে তবে মোনালিসাকে শ্বশুর বাড়িতে পাঠাবেন বলে দাবি করে বসে।
advertisement
গ্রামের কালীমন্দিরে শয়ে শয়ে গ্রামবাসীদের সামনে মালাবদল, সিঁদুরদান করে বিয়ে হল বিবেক- মোনালিসার।শেষমেশ মোনালিসাকে তাদের বাড়িতে তুলে নেন বিবেক ও তাঁর বাবা-মা।  এতেই মুখে চওড়া হাসি ফিরল টানা ১৩ ঘন্টা স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসা মোনালিসা -জয়ধরের।
Sukanata Chakravarty
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
সিরিয়ালকেও হার মানায়! স্বামী ছেড়ে আসায় শ্বশুরবাড়ির সামনে ধর্ণা দিল্লিতে কর্মরতার, পাশে দাঁড়াল গোটা গ্রাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement