South 24 Parganas News: ট্রেকিংয়ে গিয়ে আর ফেরা হল না, হিমালয়ে মিলল সুজয়ের নিথর দেহ

Last Updated:

আমতলা বারুইপুর রোডের বাসিন্দা সুজয় দলুই নামে এক যুবক অগাস্টের ২৪ তারিখ নাগাদ বাড়ি থেকে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেযন। কিন্তু গত দিন দুয়েক ধরে আর যোগাযোগ করা যাচ্ছিল না সুজয়ের সঙ্গে। 

+
পর্বত

পর্বত আরোহী সুজয় দোলুই

#আমতলা: হিমালয় থেকে ফিরল ঘরের ছেলে, কিন্তু ফিরল নিথর দেহ। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানা এলাকার আমতলা বারুইপুর রোডের বাসিন্দা সুজয় দলুই নামে এক যুবক অগাস্ট মাসের ২৪ তারিখ নাগাদ বাড়ি থেকে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু গত দিন দুয়েক ধরে আর যোগাযোগ করা যাচ্ছিল না সুজয়ের সঙ্গে। পর্বত আরোহণে প্রতিকূল পরিবেশে বাকি সঙ্গীদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে সূত্রের খবর।
পরিবার সূত্রে খবর, আমতলা অন্বেষণ নামে একটি ট্রেকিং ক্লাবের দীর্ঘদিনের সদস্য ছিলেন সুজয়। ট্রেকিংয়ে সঙ্গী ছিলেন চাকদহের আরও দুই বাসিন্দা। পাশাপাশি এ ব্যাপারে সুজয় দোলুই বাবা মোহন দোলুই তিনি জানান, 'এক সপ্তাহ আগে আমার ছেলে পাহাড়ে বেড়াতে গিয়েছে। তাঁর সঙ্গে শেষ ২৪ তারিখ বাড়িতে ফোন করেছিল সেই সময় কথা হয়েছিল। বলেছিল ভাল আছে, তারপরে শুনছি ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে বলেছিলে ১৫ দিনের মধ্যে ফিরে আসবে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করছি ও কেমন আছে।'
advertisement
advertisement
আরও পড়ুন: 'মা জন্ম দেন আর শিক্ষক জীবন', শিক্ষক দিবসে মোদির বার্তা
যদিও এবারের আমতলার অন্বেষা টেকিং-এ র সদস্য অরূপ সরদার জানান, 'এবারের ট্রেকিংয়ের সঙ্গে আমতলা অন্বেষণের কোনও যোগ ছিল না। তবে বেশ কিছুদিন আগে সুজয় একসময় আমাদের সদস্য ছিলেন পাশাপাশি ও আমাদের সঙ্গে দু-একটা জায়গায় ট্রেকিংয়ে গিয়েছিল। কিন্তু সে ভালভাবেই ফিরে এসেছিল। আমাদের দু-একজন অসুস্থ থাকার কারণে। তবে আমাদের তরফ থেকে এই ট্রেকিংটা খুব টাফ ছিল। তবে ওর সঙ্গে ফোনে কোনও ভাবে কথা হয়নি আমাদের। যদিও ওখানে নেটওয়ার্ক থাকে না এমনটাই জানিয়েছেন ক্লাবের কর্তারা।' তবে আরটিপি মারফত প্রথমে সুজয়ের নিখোঁজের খবর এবং পরে মৃতদেহ উদ্ধারের খবর জানানো হয় আমতলা অন্বেষণের কর্তাদের।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ট্রেকিংয়ে গিয়ে আর ফেরা হল না, হিমালয়ে মিলল সুজয়ের নিথর দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement