Panchayat Election 2023: কুলপিতে পঞ্চায়েতে টিকিট না পেয়ে আইএসএফ যোগ দিয়ে অফিস দখল তৃণমূল কর্মীদের
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
কুলপিতে পঞ্চায়েতে টিকিট না পেয়ে আইএসএফ যোগ দিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। যদিও এই ঘটনার পর সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
কুলপি: কুলপিতে পঞ্চায়েতে টিকিট না পেয়ে আইএসএফ যোগ দিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই অভিযোগের পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই ঘটনার পর সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। দলবদলকারীদের অভিযোগ ‘তৃণমূলের টিকিট বিক্রি হয়েছে দশ লক্ষ টাকায়। আমাদের টিকিট দেবে বলে তিন বছর অনেক টাকা খরচ করিয়েছে। এছাড়াও মানুষের ওপর জোরজুলুম চালাচ্ছে।’ এমনই বিস্ফোরক অভিযোগ তুলে পঞ্চায়েতে দলের টিকিট না পেয়ে শতাধিক সক্রিয় কর্মী-সমর্থক তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন।
দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামে। দল ছাড়ার পরেই রাতে তৃণমূলের আঞ্চলিক পার্টি অফিসেরও দখল নিয়েছে আইএসএফ। ওই পার্টি অফিসে থাকা তৃণমূলের পতাকা, ফেস্টুন খুলে আইএসএফের পতাকা লাগিয়ে দেয় দলত্যাগীরা। কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘ওরা কখনই তৃণমূলে ছিল না। আমাদের দলের টিকিট সাংগঠনিক সিদ্ধান্ত মেনে দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে ওরা আইএসএফ করেছে।’
advertisement
আরও পড়ুন ঃ দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন জমা দেওয়ার হিড়িক, জমা পরা মনোনয়নের সংখ্যা জানলে অবাক হবেন
আইএসএফের জেলা সহ সম্পাদক বাহাআলি মোল্লা বলেন, ‘তৃণমূল আইএসএফ সম্পর্কে ভুল বুঝিয়েছিল। আজ বিকল্প হিসেবে আইএসএফ উঠে এসেছে। তৃণমূল টাকার বিনিময়ে দুষ্কৃতীদের টিকিট দেয়। আমরা বুথস্তর থেকে সিদ্ধান্ত নিয়ে টিকিট দেব।’ অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন,‘ এই ব্লকে আইএসএফ বলে কিছু নেই। আমাদের কোন লোক আইএসএফে যোগ দেয়নি।’
advertisement
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 7:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: কুলপিতে পঞ্চায়েতে টিকিট না পেয়ে আইএসএফ যোগ দিয়ে অফিস দখল তৃণমূল কর্মীদের