South 24 Parganas News: নিজস্ব সংস্কৃতি বাঁচাতে বিকেলে এক জায়গায় জড়ো হচ্ছেন নগেন্দ্রপুরের আদিবাসীরা

Last Updated:

নিজস্ব প্রাচীন সংস্কৃতি বাঁচাতে তৎপর সুন্দরবনের নগেন্দ্রপুরের আদিবাসীরা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: আদিবাসীরা হল প্রাচীন সংস্কৃতির ধারক ও বাহক। সেই সংস্কৃতি আঁকড়েই বাঁচতে চান তাঁরা। সুন্দরবনের একেবারে প্রান্তিক এলাকা নগেন্দ্রপুর। সেখানকার আদিবাসী পরিবারগুলি প্রতিদিন কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করেন। দেশের অন্যান্য প্রান্তের মতো এখানেও সমাজে অবহেলিত এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। তবু তাঁরা প্রাচীন সংস্কৃতি আকড়ে বাঁচতে চাইছেন।
রোজগারের তাগিদে নগেন্দ্রপুরের পুরুষেরা ভিন রাজ্যে কাজে চলে যান। পেট চালাতে কঠিন লড়াই করতে হয় এই এলাকার আদিবাসী মহিলাদের। এখানকার আদিবাসী মহিলারা সকাল থেকে বেরিয়ে পড়েন সমুদ্র পাড়ে কিংবা জঙ্গলে। নদীতে জাল ফেলে মাছ ধরা, জঙ্গল থেকে কাঁকড়া ধরা, শুকনো জ্বালানি কাঠ ভেঙে আনা এই সব কিছুই তাঁদের প্রতিদিনের কাজ।
advertisement
advertisement
উল্লেখযোগ্য বিষয় হল সারাদিনের এতো লড়াইয়ের পরও তাঁরা ভোলেনি নিজস্ব সংস্কৃতি। সারাদিনের কঠিন পরিশ্রমের পর এই এলাকার আদিবাসী মহিলা এবং পুরুষরা প্রতিদিন বিকেলে এলাকার আদিবাসী ক্লাব প্রাঙ্গণে নিজেদের ধর্মীয় নাচ ও গানের চর্চা করেন। এভাবেই আর্থিক অনটনের মধ্যেও তাঁরা নিজস্ব সংস্কৃতি বাঁচিয়ে রাখছেন। মাদলের তালে ভেসে যেতে চান মানুষগুলো। এও এক লড়াই। তাঁদের মতে, নিজেদের সংস্কৃতি নিজেরা বাঁচিয়ে না রাখলে তা রক্ষা করার জন্য অন্য কেউ এগিয়ে আসবে না।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নিজস্ব সংস্কৃতি বাঁচাতে বিকেলে এক জায়গায় জড়ো হচ্ছেন নগেন্দ্রপুরের আদিবাসীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement