South 24 Parganas News: বাঘের সংখ্যা বাড়ছে হুহু করে, এ বছরের গণনা অনুযায়ী, সুন্দরবনে কটা বাঘ জানেন?

Last Updated:

South 24 Parganas News: মোট ১১৪৬টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। সেই ক্যামেরায় ওঠা ছবি বাঘ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বিচার বিশ্লেষণ করে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা নির্ধারণ করেছেন।

+
সুন্দরবনে

সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা

সুন্দরবন: সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা কত তা জানতে ২০২১ সালের ডিসেম্বরে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ক্যামেরা বসিয়ে বাঘের ছবি তুলেছে বন দফতর। সেই ছবিই বিচার বিশ্লেষণ করে অবশেষে সুন্দরবনে বাঘের সংখ্যা প্রকাশিত হয়েছে। সারা দেশের পাশাপাশি সুন্দরবনের বাঘের সংখ্যাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষে অল ইন্ডিয়া টাইগার ইস্টিমেশানের তুলনায় এবার সুন্দরবনে বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে। আর বাঘের এই সংখ্যা বৃদ্ধির ফলে খুশি বন দফতর থেকে শুরু করে সুন্দরবনে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও।
বর্তমানে সুন্দরবনে কমপক্ষে ১০০টি বাঘ রয়েছে বলে রিপোর্টে জানিয়েছে বন দফতর। জঙ্গলের মধ্যে বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় তোলা ছবি বিচার বিশ্লেষণ করে বাঘের এই সংখ্যা নির্ধারণ করেছেন বাঘ বিশেষজ্ঞরা। তাঁদের দাবি অনুযায়ী, এই ১০০টি বাঘ ক্যামেরার সামানে আসায় তাঁদের ছবি উঠেছে।
advertisement
advertisement
কিন্তু যে সমস্ত বাঘ ক্যামেরার সামনে আসেনি তাদের ছবি ওঠেনি। ফলে একটা বিষয় সম্পর্কে বন দফতর নিশ্চিত যে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০০-র বেশি থাকতেই পারে। ১০০-র কম নয়, সে বিষয়ে নিশ্চিত। এই গণনার মধ্যে অবশ্য ব্যাঘ্র শাবকদের হিসেব ধরা হয়নি বলেই জানিয়েছে বন দফতর।
২০১৮ সালে হওয়া অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশানের রিপোর্ট অনুযায়ী, সুন্দরবনে ৮৫টি বাঘ ছিল। ২০২০-২০২১ বন দফতরের তরফে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসিয়ে একই পদ্ধতিতে বাঘের ছবি তুলে গণনা করা হয়েছিল। সে বার ৯৬টি বাঘ মিলেছিল সুন্দরবনের জঙ্গলে। আর বিগত দু’বছরে সংখ্যাটা আরও বেড়েছে। এবার মোট ১১৪৬টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। সেই ক্যামেরায় ওঠা ছবি বাঘ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বিচার বিশ্লেষণ করে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা নির্ধারণ করেছেন।
advertisement
সঠিক সংরক্ষণের কারণেই সুন্দরবনে বিগত কয়েক বছরে বাঘের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন। বাঘের সংখ্যা বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাঘের সংখ্যা বাড়ছে হুহু করে, এ বছরের গণনা অনুযায়ী, সুন্দরবনে কটা বাঘ জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement