বাংলার বুকে বিরাট গবেষণা! জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দু'খানা জাহাজ তৈরি হচ্ছে গার্ডেনরিচে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য দুটি উপকূলীয় গবেষণা জাহাজ তৈরি করবে!
দক্ষিণ ২৪ পরগনা: এবার সমুদ্রে গবেষণা করার জন্য জাহাজ তৈরি হবে গার্ডেনরিচে। ইতিমধ্যে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য দু’টি উপকূলীয় গবেষণা জাহাজ তৈরির বরাত পাচ্ছে।
প্রতিটি উপকূলীয় গবেষণা জাহাজের দৈর্ঘ্য হবে ৬৪ মিটার এবং প্রস্থ হবে ১২ মিটার। প্রতিটি জাহাজের ডেডওয়েট প্রায় ৪৫০ টন হবে। এই জাহাজগুলি টানা ১৫ দিন সাগরে কাজ করার সক্ষমতা রাখবে এবং সর্বোচ্চ গতিবেগ হবে ১০ নট। প্রতিটি জাহাজে ৩৫ জন লোক থাকার সুবিধা থাকবে।
advertisement
advertisement
এই বিশেষ জাহাজগুলি অফশোর ভূতাত্ত্বিক ম্যাপিং, খনিজ অনুসন্ধান (ড্রেজিং সহ), মহাসাগরীয় পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার জন্য ব্যবহৃত হবে। প্রতিটি জাহাজে আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষাগার থাকবে যেখানে ডেটা প্রসেসিং এবং নমুনা বিশ্লেষণের সুবিধা থাকবে।
advertisement
এই গবেষণা জাহাজগুলোতে থাকবে ‘ডাইনামিক পজিশনিং ১’ ব্যবস্থা, যা সাগরের সি স্টেট ত্রির মধ্যেও স্থিরভাবে অবস্থান বজায় রাখতে সাহায্য করবে। ডিজেল-ইলেকট্রিক প্রপালশন দ্বারা চালিত এই জাহাজগুলি ডিজেল জেনারেটরের মাধ্যমে থ্রাস্টার চালাবে এবং ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এর মধ্যে, ৫ থেকে ১০০০ মিটার গভীরতা পর্যন্ত কাজ করতে পারবে।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 2:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
বাংলার বুকে বিরাট গবেষণা! জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দু'খানা জাহাজ তৈরি হচ্ছে গার্ডেনরিচে!