South 24 Parganas News: চুরির অভিযোগে রায়দিঘিতে গণধোলাই, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করল পুলিশ

Last Updated:

চোরকে হাতেনাতে ধরতেই ক্ষেপে গেল উন্মত্ত জনতা, শুরু হল গণধোলাই। কোনরকমে পুলিশ এসে প্রাণ বাঁচাল অভিযুক্তের

ধৃত রাকেশ শেখ
ধৃত রাকেশ শেখ
দক্ষিণ ২৪ পরগনা: চোর হাতেনাতে ধরা পড়তেই উন্মত্ত জনতা গণধোলাই দিতে শুরু করে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির ঘটনা। এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে রায়দিঘি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেয় তারা উন্মত্ত জনতার হাত থেকে চোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গ্রামবাসীদের দাবি, রাকেশ শেখ নামের ওই যুবক রায়দিঘির দুখেরপোল এলাকার একটি ফাঁকা বাড়িতে চুরি করতে ঢুকেছিল। কিন্তু দিনেরবেলা হওয়ায় তাকে এলাকার কয়েকজন দেখে ফেলে। পালানোর চেষ্টা করলেও ধরাও পড়ে যায় সে। এরপর‌ই রাকেশ শেখ'কে বেঁধে শুরু হয় গণপ্রহার।
এদিকে রায়দিঘি থানায় গণপিটুনির খবর যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে ডায়মন্ডহারবার মহাকুমা আদালতে পাঠায় পুলিশ।
advertisement
advertisement
এই গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার সঙ্গে অন‍্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চুরির ক্ষেত্রে ওই যুবকের কোন‌ও অতীত রেকর্ড আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। দিনদুপুরে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।
advertisement
যে বাড়িতে চুরি করতে ঢোকার অভিযোগ উঠেছে সেই বাড়ির মালিক সুধন‍্য কুমার মণ্ডল জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সেই সুযোগে চোর তাঁর বাড়িতে প্রবেশ করে।বাড়ির মধ‍্যে আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসে। তাদের থেকে খবর পেয়ে গ্রামের বাকি মানুষ এসেও জড়ো হয়। তারাই ওই চোরকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে তিনি দ্রুত বাড়ি চলে আসেন। এই ঘটনায় পুলিশের ভূমিকায় তিনি খুশি বলেই জানিয়েছেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চুরির অভিযোগে রায়দিঘিতে গণধোলাই, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করল পুলিশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement