Siliguri News: প্রজাতন্ত্র দিবসের আগে শিলিগুড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রদর্শনী, সঙ্গে আর্মি ব্যান্ডের কনসার্ট
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
প্রজাতন্ত্র দিবসের আগে শিলিগুড়িতে আয়োজিত হল সেনাবাহিনীর বিশেষ প্রদর্শনী। চোখের সামনে ইন্ডিয়ান আর্মির যুদ্ধাস্ত্র দেখে অবাক তরুণ প্রজন্ম
শিলিগুড়ি: শিলিগুড়িতে হয়ে গেল 'মিলিটারি ইকুইপমেন্ট ডিসপ্লে অ্যান্ড ব্যান্ড কনসার্ট'। ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০ জানুয়ারি ত্রিশক্তি কর্পস দ্বারা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সামরিক সরঞ্জাম প্রদর্শন ও ব্যান্ড কনসার্ট আয়োজিত হয়। এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। উৎসাহীদের তার ব্যবহার সম্বন্ধেও অবগত করেন সেনা জওয়ানরা। এই অনুষ্ঠানে আর্মি পাইপ এবং জ্যাজ ব্যান্ডের ফিউশন পারফরম্যান্স দর্শকদের মন জয় করে নেয়।
এছাড়াও সেনাবাহিনীর প্রশিক্ষিত কুকুরদের 'ডগ শো' ছিল অন্যতম আকর্ষণ। তা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। এই অনুষ্ঠানের সাক্ষী ছিল স্কুল পড়ুয়া সহ শিলিগুড়ির আমজনতা। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনীর সংস্কৃতি, নীতি এবং যুদ্ধের প্রোফাইল সম্পর্কে যুব প্রজন্ম ও স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। তার জন্যই এটি একটি প্রচেষ্টা বলে জানান ত্রিশক্তি কর্পসের কর্নেল অঞ্জন।
advertisement
advertisement
ওই সেনা কর্তা আরও জানান, মূলত সেনাবাহিনীর প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বাড়াতে ও সেনাবাহিনী কীভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে এই সমস্ত বিষয় নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ঘটনা হল এই দেশের নতুন প্রজন্ম সাধারণত টিভির পর্দাতেই সেনা জওয়ান ও তাঁদের সমস্ত সরঞ্জাম দেখে থাকে। কিন্তু এদিন সেই সব কিছু সামনে থেকে দেখে অত্যন্ত খুশি স্কুল পড়ুয়ারা।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 8:41 PM IST