South 24 Parganas News: ভারী বর্ষা আসার আগেই নয়া বিপত্তি, চিন্তায় ঘুম উড়ল স্থানীয়দের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
South 24 Parganas News: বর্ষা আসার আগে দক্ষিণ ২৪ পরগণায় এখনও পর্যন্ত অনেক যায়গায় সারানো হয়নি নদীবাঁধ। এরফলে চিন্তায় রয়েছেন স্থানীয়রা। অধিকাংশ মাটির নদীবাঁধে রয়েছে ফাটল, মাটি না ফেলায় উচ্চতাও কমেছে বাঁধের।
কাকদ্বীপ: বর্ষা আসার আগে দক্ষিণ ২৪ পরগণায় এখনও পর্যন্ত অনেক জায়গায় সারানো হয়নি নদীবাঁধ। এর ফলে চিন্তায় রয়েছেন স্থানীয়রা। অধিকাংশ মাটির নদীবাঁধে রয়েছে ফাটল, মাটি না ফেলায় উচ্চতাও কমেছে বাঁধের।
সূত্রের খবর, ১০০ দিনের কাজের টাকায় প্রতিবছর বর্ষা আসার আগে নদীবাঁধে মাটি ফেলা হয়। কিন্তু সেই টাকা না আসায় নতুন করে কাজ শুরু হয়নি। ফলে নদীবাঁধ দুর্বল অবস্থায় রয়েছে। সামনে ভারী বর্ষায় সেই বাঁধ ভাঙতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।পাথরপ্রতিমা, কুলতলি, সাগর, রায়দিঘি সহ একাধিক এলাকার চিত্র প্রায় একই রকম। গতবছরের টাকা এখনও পর্যন্ত না মেলায় নতুন করে কাজ করতে চাইছে না কেউই। অর্থের অভাবে নতুন কাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠছে বলে জানিয়েছে জনপ্রতিনিধিরা।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি প্রতিবছর বাঁধ সংস্কার করা হয়। এবছর এখনও সেই কাজ শুরু না হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন তারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে কোটালের জলস্ফীতি হলেও বাঁধ ভাঙতে পারে। সেক্ষেত্রে ভাসবে একাধিক চাষযোগ্য জমি। সমস্যা সমাধানের আপাতত কোনও সম্ভাবনা দেখছেন না তাঁরা। বর্ষাকালে এই দুর্বল বাঁধ ভেঙে সুন্দরবনের একটি বড় অংশ জলের তলায় চলে যেতে পারে। সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা করা কঠিন হয়ে উঠবে আগামীদিনে। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2023 10:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভারী বর্ষা আসার আগেই নয়া বিপত্তি, চিন্তায় ঘুম উড়ল স্থানীয়দের