South 24Parganas News: শিশুদের পিঠে বইয়ের ব্যাগ ছেড়ে হাতে স্যুটকেস! সিদ্ধান্ত বাংলার এই স্কুলের
- Published by:Salmali Das
Last Updated:
দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানা এলাকা জয়নগর পুরসভার আট নম্বর ওয়ার্ডে শ্রীকৃষ্ণ প্রাথমিক স্কুলে স্কুল ব্যাগের চল নেই। স্টিল বা টিনের বাক্সে বইখাতা নিয়ে আসে পড়ুয়ারা।
জয়নগর: দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানা এলাকা জয়নগর পুরসভার আট নম্বর ওয়ার্ডে শ্রীকৃষ্ণ প্রাথমিক স্কুলে, স্কুল ব্যাগের চল নেই। স্টিল বা টিনের বাক্সে বইখাতা নিয়ে আসে পড়ুয়ারা। আমরা সাধারণত দেখেছি প্রায় জায়গাতে স্কুল ব্যাগ নিয়ে অভিভাবক থেকে পথ চলতি মানুষদের মধ্যে বিতর্ক চর্চা লেগেই থাকে৷ রাস্তাঘাটে ছোটো ছোটো ছেলে মেয়েদের পিঠে বড় বড় স্কুল ব্যাগ এ ছবি নতুন নয়। কিন্তু জয়নগরের একটি স্কুলে অন্য ছবি। এখানে পড়ুয়াদের ব্যাগ বইতেই হয় না অনেকদিন আগে থেকেই বই খাতা আনতে হয় বক্সে।
পুরসভা এলাকার অন্যতম বড় এবং নামী এই স্কুলে ৫০০ এরও বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করে৷ গ্রামের সাধারণ প্রাইমারি স্কুলে ছাত্র-ছাত্রী সেভাবে দেখা যায় না কিন্তু এই স্কুলে একেবারেই অন্য চিত্র।এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দূর্বা কর দত্ত জানান অনেকদিন থেকেই এখানে এই নিয়ম চলছে।কেন এই রীতি? প্রধান শিক্ষিকা বলেন, ‘সব ধরনের আর্থিক অবস্থার ছেলেমেয়েই এই স্কুলে পড়ে। ব্যাগ আনলে গরীব পড়ুয়া এক রকম আনবে, অবস্থাপন্ন পড়ুয়ারা অন্য রকম আনবে। কারও হীনমন্যতা তৈরি হতে পারে। বাক্সের ক্ষেত্রে সেই সুযোগ নেই। সকলেরই এক রকম।’’
advertisement
advertisement
ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপারটাও মাথায় আছে স্কুল কর্তৃপক্ষের। দুর্বা বলেন, ‘‘পিঠে ভারী ব্যাগ নিলে পরবর্তীকালে নানা শারীরিক সমস্যা হতে পারে। বাক্সের ক্ষেত্রে সেই অসুবিধা নেই।পাশাপাশি এই নিয়মে খুশি অভিভাবকরা। আমাদেরকে এক অভিভাবক মৌমিতা মন্ডল জানান ব্যাগের থেকে বাক্সে বইখাতা ভালো থাকে, পাতা মুড়ে বই বা খাতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না এবং স্কুলে শিক্ষকরা কোন কিছু লিখতে দিলে তাতে বাচ্চাদের অনেকটাই সুবিধে হয় বক্সের উপর ফেলে লিখতে। আবার এক্ষেত্রে অনেকেও মনে করছে ব্যাগের ভারটা বাচ্চাদের সরাসরি হাড় বা পিঠে পড়ে না।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
First Published :
August 18, 2022 2:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: শিশুদের পিঠে বইয়ের ব্যাগ ছেড়ে হাতে স্যুটকেস! সিদ্ধান্ত বাংলার এই স্কুলের
