যক্ষ্মারোগে আক্রান্ত হওয়ার 'অপরাধে' ছাত্রকে পরীক্ষায় বসতে দিলেন না প্রিন্সিপাল

Last Updated:

রামনগর থানার মহেশ্বরা এলাকার বাসিন্দা রাজীব শী। এসি ও রেফ্রিজারেটরের কোর্স নিয়ে কুল্পি গভর্মেন্ট আইটিআই কলেজে পড়াশোনা করে সে। কিন্তু, মাস ছয়েক আগে তাঁর যক্ষ্মা ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা চলছে তাঁর

#আনিসুদ্দিন মোল্লা, কুলপি: যক্ষ্মারোগে আক্রান্ত হওয়ায় ছাত্রকে পরীক্ষায় বসতে দিলেন না কলেজের প্রিন্সিপাল। পরীক্ষা দেওয়ার অনুমতি না পেয়ে কলেজের বাইরেই ধর্নায় বসে পড়লেন ছাত্র।
রামনগর থানার মহেশ্বরা এলাকার বাসিন্দা রাজীব শী। এসি ও রেফ্রিজারেটরের কোর্স নিয়ে কুল্পি গভর্মেন্ট আইটিআই কলেজে পড়াশোনা করে সে। কিন্তু, মাস ছয়েক আগে তাঁর যক্ষ্মা ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা চলছে তাঁর।
advertisement
advertisement
তবে, ওই ছাত্রের অভিযোগ যক্ষ্মা ধরা পড়ার পরেই তাঁর নাম বাদ দেওয়া হয় কলেজ থেকে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে কোনওরকম সহযোগিতা মেলেনি বলে অভিযোগ ওই ছাত্রের। এমনকি, তাঁকে কলেজে ঢুকতেও দেওয়া হয়নি।
advertisement
মঙ্গলবার ছিল কলেজের প্রথম সেমেস্রেটার পরীক্ষা। অভিযোগ,  ওই ছাত্র পরীক্ষা দিতে গেলে তাঁকে কলেজের ঢুকতে বাধা দেওয়া হয়।
অন্যদিকে, কলেজের প্রিন্সিপাল সৌরভ কুন্ডুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনওরকম সাহায্য করেননি বলে অভিযোগ।
advertisement
একদিকে যখন যক্ষ্মা রোগীদের সাহায্যার্থে রাজ্য সরকার প্রকল্প ঘোষণা করছে, তাঁদের পাশে দাঁড়াচ্ছে, কুলপিতে তখন দেখা গেল ঠিক তার বিপরীত ছবি। যক্ষ্মারোগে আক্রান্ত হওয়ায় পরীক্ষাই দিতে পারল না ছাত্র।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
যক্ষ্মারোগে আক্রান্ত হওয়ার 'অপরাধে' ছাত্রকে পরীক্ষায় বসতে দিলেন না প্রিন্সিপাল
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement