Higher Secondary Examination 2024: সামনে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা এই পুরসভার
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুললে বা নামালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা : অতি প্রাচীন জয়নগর মজিলপুর পুরসভা, আর জয়নগর মজিলপুর পুরসভা এলাকা একটি ব্যস্ততম শহর। বছরের ৩৬৫ দিনের মধ্যেই প্রায় দিনই যানজটের নাকাল হয় সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া। আর এই যানজটের কারণে অ্যাম্বুলেন্স ও শিকার হতে হয়। আর এর জেরে জয়নগর শহর জুড়ে যানজট সমস্যায় ক্ষুব্ধ এলাকাবাসী।
এই সমস্যা মেটাতে এবার তৎপর হয়েছে জয়নগর-মজিলপুর পুরসভা ও জয়নগর থানার পুলিস। সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই অটো ও টোটো চালকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাস্তায় নেমে গাড়ি চালকদের সতর্ক করা হল। জানিয়ে দেওয়া হয়, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুললে বা নামালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
advertisement
advertisement
এদিন, জয়নগর থানার আইসি ও, জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর একটি বৈঠক করেন বৈঠকে উপস্থিত এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেন। এবং পরীক্ষা কটা দিন এই জয়নগর এলাকায় গাড়ি চালকদের জন্য একটি রূপরেখা তৈরি করে দেয়া হয়। জয়নগর স্টেশন রোড, গঞ্জের মোড়, দক্ষিণ বারাসত মোড়ে যানজট নিয়ে সরব হন প্রশাসনের আধিকারিকরা।
advertisement
জয়নগর স্টেশন রোডে অটোর লাইন একটিই করতে হবে। যত্রতত্র অটো, টোটো ও বেসরকারি বাসের স্ট্যান্ড করা যাবে না। পুরসভার এক কাউন্সিলার বলেন, এই যানজট সমস্যার স্থায়ী সমাধান চাই। স্টেশন সংলগ্ন কাঁসারীপাড়ার মুখ দখল করে অটো, টোটোর যে বেআইনি পার্কিং চলছে, তা তুলে দিতে হবে পুলিস প্রশাসনকে। বৈঠক শেষে পুলিস ও পুরসভার পক্ষ থেকে স্টেশন রোডে যানজট নিয়ন্ত্রণের ব্যাপারে অটো, টোটো, ট্রেকার, বাসচালকদের কড়াভাবে সতর্ক করা হয়
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 4:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Higher Secondary Examination 2024: সামনে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা এই পুরসভার