South 24 Parganas News: কুমির সংরক্ষণের প্রয়োজনীয়তা বোঝাতে সুন্দরবনে শিবির
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
সুন্দরবনের জলজ প্রাণীর তালিকায় শীর্ষে আছে নোনা জলের কুমির। অথচ কখনও গ্রামবাসীদের আক্রমণে, আবার কখনও অন্যান্য কারণে ধীরে ধীরে কুমিরের সংখ্যা কমছে।
দক্ষিণ ২৪ পরগনা: কুমির বাঁচাতে সচেতনতা শিবির আয়োজিত হল পাথরপ্রতিমায়। বন দফতরের পক্ষ থেকে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। সেখানে কুমির সংরক্ষণ এবং কুমির বাঁচানো প্রয়োজন কেন সেই নিয়ে মতামত রাখেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: মধ্যপ অবস্থায় গ্রামে ঢুকে মহিলাদের মারধর! দুই আবগারি কর্তার শাস্তি চেয়ে পথ অবরোধ সিঙ্গুরে
পাথরপ্রতিমার ভগবৎপুর কুমির প্রকল্পে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সুন্দরবনের জলজ প্রাণীর তালিকায় শীর্ষে আছে নোনা জলের কুমির। অথচ কখনও গ্রামবাসীদের আক্রমণে, আবার কখনও অন্যান্য কারণে ধীরে ধীরে কুমিরের সংখ্যা কমছে। আর তাই কুমির সংরক্ষণে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে বন বিভাগ।
advertisement
advertisement
এই সচেতনতা শিবিরে অংশ নিয়েছিলেন বনকর্মীরা। হাজির ছিলেন যৌথ বন পরিচালন কমিটি (জেএফএমসি)-এর সদস্যরাও। পাশাপাশি স্থানীয় পশ্চিম দ্বারিকাপুর, দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর, ভগবৎপুর ও বরোদাপুর গ্রামের বাসিন্দারাও। এই বিষয়ে ভগবৎপুরের রেঞ্জ অফিসার তন্ময় চট্টোপাধ্যায় বলেন, নোনা জলের কুমির সংরক্ষণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়। এখানে ঠিক হয়, নদী তীরবর্তী কোনও গ্রামে কুমির দেখা গেলেই সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেওয়া হবে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কুমির সংরক্ষণের প্রয়োজনীয়তা বোঝাতে সুন্দরবনে শিবির