South24 Parganas News : পরিচারিকার কাজ করতে বেরিয়েছিলেন মহিলা, বাঁশ বাগানে মিলল রক্তাক্ত দেহ!
- Published by:Piya Banerjee
Last Updated:
South24 Parganas News: বাঁশ বাগান থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ। ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের ঘটনায় আতঙ্ক হবে! জানুন
#ক্যানিং: বাঁশ বাগান থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ। ক্যানিং থানা এলাকার দাঁড়িয়া গ্রামের ঘটনা। মৃতার নাম জয়ন্তী মণ্ডল বয়স (৩৪)। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ফাঁস লাগানো হয়েছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। কলকাতায় পরিচারিকার কাজ করতেন তিনি। প্রতিদিন ভোর চারটে নাগাদ বাড়ি থেকে কাজের জন্য বের হতেন। আজও প্রতিদিনের মত কাজেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ির অদূরে একটি বাঁশ বাগান থেকে। খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তবে সঠিক কি কারণে খুন সেই তদন্ত শুরু করেছে ক্যানিং থানা পুলিশ।
পাশাপাশি এ ব্যাপারে এস ডি পি ও দিবাকর দাস তিনি জানান। আমাদের কাছে একটি খবর আসে যে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের বাঁশ বাগানের ভিতরে একটি মহিলার দেহ পড়ে আছে। সেই খবর পাওয়ার পর আমাদের পুলিশের বিশেষ টিম এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
advertisement
advertisement
তবে মহিলা গলায় একটি দাগ আছে আমরা ময়না তদন্তের পর জানতে পারবো ঘটনাটি কি ঘটেছে। পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে খুনের অভিযোগ দায়ের করেছে। তবে ময়নাতদন্তের পর আমরা সঠিক তথ্য জানতে পারবো। যদি এটা মার্ডার হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এবং খুব শিগগির এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করবো। কি কারনে এই ঘটনা এবং কিভাবে এখানে দেহটি পড়ে থাকলো সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
First Published :
November 09, 2022 8:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24 Parganas News : পরিচারিকার কাজ করতে বেরিয়েছিলেন মহিলা, বাঁশ বাগানে মিলল রক্তাক্ত দেহ!