South 24Pargana News: ঘুরে ঘুরে সবুজ অভিযান, বারুইপুরে রাজু মোল্লার এই টোটো কখনও দেখেছেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
Last Updated:
বাঁ-হাত চলে গিয়েছে দুর্ঘটনায়। টোটো করে সেই অবস্থাতেই ভোর থেকে সবুজ অভিযান রাজুর।
#বারুইপুর: ডালিয়া, গাঁদা থেকে শুরু করে গোলাপ, চন্দ্রমল্লিকা সব সন্ধানই পাওয়া যাবে রাজুর টোটোতে। গাড়িতেই রকমারি গাছের নার্সারি। নাম দেওয়া হয়েছে সবুজ অভিযান। বাঁ-হাত চলে গিয়েছে দুর্ঘটনার জেরে। সেই অবস্থাতেই ভোর থেকে গ্রাম-শহরতলিতে ফুল গাছের চারা বিক্রি করেন বারুইপুরের রাজু মোল্লা।
শুধু চারা নয়, দেওয়া হয় গাছের যত্নের ওষুধও। টোটোয় আছে রাজুর ফোন নম্বর। বারুইপুর থেকে ক্যানিং, গড়িয়া, রাজুর টোটোয় গাছের চারা কিনতে ভিড় জমান মানুষজন। বারুইপুরের রামনগর ২ পঞ্চায়েতের দক্ষিণ সীতাকুণ্ডুতে বাড়ি রাজু মোল্লার। বাড়ির কাছেই হরেক রকম ফুল গাছের চারা নিয়ে রয়েছে তাঁর নার্সারি। আগে ভ্যানে গাছের চারা তুলে নিয়ে তা বিক্রি করতেন রাজু। কিন্তু অনেক দূরে যেতে ভ্যানে গেলে খরচ ওঠে না। তাই চলতি বছরে কয়েক মাস আগে তিনি টোটোয় করে গাছের চারা বিক্রি শুরু করেন।
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা ডাকাতি বাংলায়, আর ডাকাতের পরিচয়? শুনেই চমকে উঠল খোদ পুলিশও
টোটোর পিছনে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে নানা ফুলের টব। রাজু মোল্লা বলেন, '১৫ বছর আগে বাইক দুর্ঘটনায় বাঁ হাত ভেঙে যায়। বাপ-ঠাকুরদার সময় থেকেই পেয়ারা গাছের চারা বিক্রি করতে বাজারে যেতাম। আমাদের বাগানও আছে। পরে ফুল গাছের চারা বিক্রি করার সিদ্ধান্ত নিই।' তাঁর দাবি, ৫ টাকা থেকে ফুলের চারা গাছের দাম শুরু। আবার ১ হাজার টাকা দামের গাছের চারাও আছে টোটোতে।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাইবোনকে খুন করে আত্মঘাতী দাদা! বেলঘড়িয়ায় উদ্ধার ৩টি দেহ, হাড়হিম রক্তাক্ত কাণ্ড
ভোর থেকে রাত বারুইপুর, সুভাষগ্রাম, ক্যানিং, জয়নগরে গ্রাম-গঞ্জে টোটো নিয়ে ঘুরে বেড়ান রাজু। তাঁর কথায়, 'এখন এক শ্রেণীর মানুষ সবুজ ধ্বংস করছে। আমি চাই মানুষ বেশি করে গাছের চারা কিনুক। তবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে না।' রাজু বলেন, 'ফোন নম্বর গাড়িতেই আছে। সেই নম্বরে কেউ ফোন করলে বা হোয়াটস অ্যাপ করে চারা নেওয়ার কথা বললে পৌঁছে যাই। এই কাজ করেই সংসার চালিয়ে ছেলে-মেয়েকে মানুষ করছি।'
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 2:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Pargana News: ঘুরে ঘুরে সবুজ অভিযান, বারুইপুরে রাজু মোল্লার এই টোটো কখনও দেখেছেন?