South 24 Parganas News: মর্মান্তিক! একই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা

Last Updated:

সাগরে পৃথক ২ টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ জনের। মৃতদের মধ্যে একজন হলেন রাধাগোবিন্দ বারিক(২২), অপরজন পার্বতী দাস(৬৩)। এই ঘটনায় সাগর ব্লক জুড়ে নেমেছে শোকের ছায়া।

সাগর: সাগরে পৃথক ২ টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ জনের। মৃতদের মধ্যে একজন হলেন রাধাগোবিন্দ বারিক বয়স ২২ বছর। অন্যজন হলেন, পার্বতী দাস, তাঁর বয়স ৬৩ বছর। এই ঘটনায় সাগর ব্লক জুড়ে নেমেছে শোকের ছায়া।
রাধাগোবিন্দ একটি ফিসারিতে কাজ করছিলেন। সেসময় বিদ্যুতের খোলা তারে হাত লেগে যায় তার। সেখানেই তড়িতাহত হয়ে মারা যান তিনি। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। অপরদিকে সাগরের কমলাপুরে বাড়িতে টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পার্বতী দাস নামের এক মহিলার।
advertisement
advertisement
সাধারণত বর্ষাকালে টেবিল ফ্যান থেকে বিদ্যুৎ পরিবহন হতে দেখা যায়। সেকারনেই ওই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর দ্রুত ওই দুই ব্যক্তির পরিবারের লোকজন তাদেরকে সাগর গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে সোমবার কাকদ্বীপের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। বর্ষার সময় পাখা, সুইচ-সহ অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সাবধানতার সঙ্গে ধরতে অনুরোধ করে বিদ্যুৎ দফতর। এছাড়াও বিদ্যুতের খোলা তারে হাত দিতেও না করা হয়। এ নিয়ে বারবার সচেতন করা হয়েছে বিদ্যুৎ দফতর থেকে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বিদ্যুৎ থেকে সকলকে সচেতন থাকা উচিত বলে মনে করছেন অনেকেই।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মর্মান্তিক! একই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement