South 24 Parganas News : বাড়ির সবাই ঠাকুর দেখতে গেছে! এই সুযোগে ভয়াবহ কাণ্ড ঘটালো ডাকাতদল

Last Updated:

South 24 Parganas News : ঠাকুর দেখতে গিয়েই সর্বনাশ হল শিক্ষকের। জানুন

কুলপিতে বাড়িতে চুরি
কুলপিতে বাড়িতে চুরি
#কুলপি : কুলপিতে এক শিক্ষকের ঘরে কেউ না থাকার সুযোগে, ঘরের তালা ভেঙে ডাকাতি করল ডাকাতদল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ওই শিক্ষকের বাড়ি থেকে ৭ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ১৬ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতদল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর জামতলা এলাকায়। সূত্রের খবর স্থানীয় এক শিক্ষক যুগল কামার বাড়ির সকল সদস‍্যদের নিয়ে পুজো উপলক্ষে বেড়াতে বের হয়েছিলেন।সেই খবর ডাকতদলের কাছে পৌঁছালে ডাকাতদল একপ্রকার বিনা বাঁধায় ঘরে প্রবেশ করে। এরপর বাড়ির দুটি গেটের তালা ভাঙে তারা। এরপর নিশ্চিন্তে আনুমানিক ৭ লক্ষ টাকার সোনার গহনা এবং নগদ ১৬ হাজার টাকা বাড়ির আলমারি থেকে দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে যায়।
এদিকে শিক্ষক মহাশয়কে বিজয়ার প্রণাম জানাতে তাঁর বাড়িতে আসেন এক ছাত্র সুনীতি সরদার। তিনি বাড়িতে আসার পর দেখেন বাড়ির সমস্ত দরজা, জানালা খোলা এবং বাড়ির মধ‍্যে আলো জ্বলছে। এরপর শিক্ষক মহাশয়কে নাম ধরে ডাকতে শুরু করেন তিনি।কিন্তু শিক্ষকের কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় তাঁর। এরপর ডাকাতির ঘটনা সামনে আসে। একে একে ওই শিক্ষকের বাড়ির সামনে জড়ো হতে থাকেন তাঁর প্রতিবেশীরা।
advertisement
ঘটনার খবর দেওয়া হয় যুগলবাবুকেও। এরপর তড়িঘড়ি ওই শিক্ষক এবং তার পরিবারের লোকজন ঘরে আসেন এবং ঘটনায় ক্ষতির পরিমাণ অনুমান করেন। কুলপি থানায় একটি লিখিত অভিযোগও জানিয়েছেন তাঁরা। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। রাতের অন্ধকারে জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : বাড়ির সবাই ঠাকুর দেখতে গেছে! এই সুযোগে ভয়াবহ কাণ্ড ঘটালো ডাকাতদল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement