South 24 Parganas News : হবে প্রবল জলোচ্ছ্বাস! ষাঁড়াষাঁড়ির কোটালে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের এই জেলা, জারি লাল সতর্কতা

Last Updated:

ষাঁড়াষাঁড়ির কোটালে জলোচ্ছ্বাসের আশঙ্কা, জারি লাল সতর্কতা। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র ও নদী উত্তাল থাকার আশঙ্কা। জারি করা হয়েছে লাল সতর্কতা। মৎস‍্যজীবীদের শুক্রবার সন্ধ্যার মধ‍্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়স্থলে।

+
red

red alert issued due to danger of high tide in bay of bengal

#কাকদ্বীপ: ষাঁড়াষাঁড়ির কোটালে জলোচ্ছ্বাসের আশঙ্কায় ত্রস্ত সুন্দরবনবাসী। একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের সময় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ উপচে জল আসার মত ঘটনা ঘটেছিল। নতুন করে এই ষাঁড়াষাঁড়ির কোটালে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি হওয়ার পরেই সুন্দরবনবাসীর মধ‍্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সমুদ্র ও নদী উত্তাল থাকার কথা ইতিমধ্যে জানানো হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। মৎস‍্যজীবীদের শুক্রবার সন্ধ্যার মধ‍্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়স্থলে। নির্দেশ পাওয়ার পরই মৎস‍্যজীবীরা ফিরতে শুরু করেছেন উপকূলে।
এভাবে মাছ ধরার মরশুমে বারবার সমুদ্র থেকে ফিরে আসায় মৎস‍্যজীবীরা মাছ ব‍্যবসাতে বিপুল ক্ষতির সম্ভবনা দেখছেন। এ বছর ইতিমধ্যে ইলিশের যোগানে ব‍্যাপক ঘাটতি দেখা দিয়েছে। সপ্তাহখানেক আগে থেকেই পরিস্থিতি অনুকূল হওয়ায় জালে মাছ পড়তে শুরু করেছিল সবে। কিন্তু এর মধ‍্যেই নতুন করে সতর্কতা জারি হওয়ায় মৎস‍্যজীবীরা মাছ ব‍্যবসাতে বিপুল ক্ষতির সম্ভবনা দেখছেন।
advertisement
advertisement
তবে পূর্ব অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিয়ে মৎস্য দফতর ১০  সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। উপকূলীয় এলাকায় ভারী মাত্রায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে এই জলোচ্ছ্বাস আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
পরিস্থিতির উপর সর্বদা নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এই জলোচ্ছ্বাস নিয়ে কাকদ্বীপ মৎস‍্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন মৎস দফতরের পক্ষ থেকে একটি সতর্কবার্তা এসে পৌঁছেছে। যেখানে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত নদী ও সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জলোচ্ছ্বাসের সতর্কতা হিসাবে দেওয়া হয়েছে লাল সতর্কতা। এই নির্দেশিকা পাওয়ার পরই সমস্ত মৎস‍্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মৎস‍্যজীবীরা ফিরতে শুরু করেছেন।
advertisement
Nawab Ayatulla Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : হবে প্রবল জলোচ্ছ্বাস! ষাঁড়াষাঁড়ির কোটালে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের এই জেলা, জারি লাল সতর্কতা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement