বিরাটকে ওপেনিংয়ে চাই? প্রশ্নের উত্তরে রাহুলের সপাট জবাব, ‘‘বলেন তো এবার আমি বসে যাই’’, রইল ভাইরাল ভিডিও

Last Updated:

দলে বিরাট কোহলির পজিশন নিয়ে প্রশ্ন ওঠে৷ তাঁর এই ওপেনিং সংক্রান্ত প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷

IND vs AFG: KL Rahul response to Virat Kohli should continue to open
IND vs AFG: KL Rahul response to Virat Kohli should continue to open
#দুবাই: এশিয়া কাপ ২০২২ -এ ভারতীয় দলের রান মেশিন বিরাট কোহলি নিজের ৭১ তম আন্তর্জাতিক শতরানের অপেক্ষা শেষ হয়েছে৷ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ওপেন করতে নেমে ১২২ রানের ইনিংস খেলেন তিনি৷ এটা টি টোয়েন্টি আন্তর্জাতিকে বিরাটের প্রথম শতরান৷ বিরাট কোহলি এবং কেএল রাহুলের পার্টনারশিপে ১১৯ রান ওঠে৷ এই জুটিতে রাহুল ৪১ বলে ৬২ রান করেন৷ দুবাইতে খেলা এই লড়াইতে রোহিত শর্মা খেলেননি৷ তাঁর জায়গায় কেএল রাহুল অধিনায়কত্ব করেন৷ টিম ইন্ডিয়া এই লড়াই ১০১ রানে এই ম্যাচ জিততে পারেন৷
বিরাট কোহলি যখনই টি টোয়েন্টি ওপেনিং করেন তখনই ধামাল করেন৷ কোহলি টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৯ বার ইনিংস ওপেন করেছেন৷ এতে তিনি ১৬১.২৯ স্ট্রাইক রেটে ৫৭ গড়ে ৪০০ রান করেছেন৷ তিনি ওপেনার ২ টি অর্ধশতক এবং একটি শতরান করেন৷ ওপেনার হিসেবে কোহলি রেকর্ড পুরো কেরিয়ারেই দারুণ৷ তিনি টি টোয়েন্টি ক্রিকেটে ১০৯ টি ম্যাচে ৫২ গড়ে ১৩৮ স্ট্রাইকরেটে ৩৫৮৪ রান করেন৷ আইপিএলে কোহলি ওপেনিং করে ৫ টি শতরান করেছেন৷ কোহলি গত বছর রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে চান বলে জানিয়েছেন৷
advertisement
ম্যাচের পর প্রেস কনফারেন্সে অধিনায়ক কেএল রাহুল বিরাট কোহলির আফগানিস্তানে ম্যাচের পারফরম্যান্সের প্রশংসা করেন৷ এরপর দলে বিরাট কোহলির পজিশন নিয়ে প্রশ্ন ওঠে৷ তাঁর এই ওপেনিং সংক্রান্ত প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
রিপোর্টারের প্রশ্ন - ‘‘বিরাট কোহলি আইপিএলে ৫টি শতরান করেছেন৷ এখন টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হবে, তখন কী এটা ভাবা হবে যে তাঁকে ওপেন করার সুযোগ দেওয়া যেতে পারে কিন? এখন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি টোয়েন্টি সিরিজ হবে৷ বিরাটও ওপেনিংয়ের ইচ্ছা প্রকাশ করেছেন৷’’
কেএল রাহুলের উত্তর- ‘‘তাহলে আমি নিজে বসে যাই? আজব বিষয় (হাসতে হাসতে)৷ বিরাটের রান করা দলের জন্য বোনাস৷ যদি আপনি ২-৩ ইনিংস খেলেন তাহলে আপনার আত্মবিশ্বাস ফিরে আসে৷ বাস্তবে আমি খুশি যে উনি এইভাবে খেলতে পারলেন৷ বিরাট কোহলিকে এত বছর দেখছেন , এমন নয় যে উনি খালি ওপেনিংয়ের সময়েই শতরান করেন৷ তিনি নম্বর ৩ তেও ব্যাটিং করেন, আর সেখানেও শতরান করতে পারেন৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটকে ওপেনিংয়ে চাই? প্রশ্নের উত্তরে রাহুলের সপাট জবাব, ‘‘বলেন তো এবার আমি বসে যাই’’, রইল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement