বিরাটকে ওপেনিংয়ে চাই? প্রশ্নের উত্তরে রাহুলের সপাট জবাব, ‘‘বলেন তো এবার আমি বসে যাই’’, রইল ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দলে বিরাট কোহলির পজিশন নিয়ে প্রশ্ন ওঠে৷ তাঁর এই ওপেনিং সংক্রান্ত প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷
#দুবাই: এশিয়া কাপ ২০২২ -এ ভারতীয় দলের রান মেশিন বিরাট কোহলি নিজের ৭১ তম আন্তর্জাতিক শতরানের অপেক্ষা শেষ হয়েছে৷ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ওপেন করতে নেমে ১২২ রানের ইনিংস খেলেন তিনি৷ এটা টি টোয়েন্টি আন্তর্জাতিকে বিরাটের প্রথম শতরান৷ বিরাট কোহলি এবং কেএল রাহুলের পার্টনারশিপে ১১৯ রান ওঠে৷ এই জুটিতে রাহুল ৪১ বলে ৬২ রান করেন৷ দুবাইতে খেলা এই লড়াইতে রোহিত শর্মা খেলেননি৷ তাঁর জায়গায় কেএল রাহুল অধিনায়কত্ব করেন৷ টিম ইন্ডিয়া এই লড়াই ১০১ রানে এই ম্যাচ জিততে পারেন৷
বিরাট কোহলি যখনই টি টোয়েন্টি ওপেনিং করেন তখনই ধামাল করেন৷ কোহলি টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৯ বার ইনিংস ওপেন করেছেন৷ এতে তিনি ১৬১.২৯ স্ট্রাইক রেটে ৫৭ গড়ে ৪০০ রান করেছেন৷ তিনি ওপেনার ২ টি অর্ধশতক এবং একটি শতরান করেন৷ ওপেনার হিসেবে কোহলি রেকর্ড পুরো কেরিয়ারেই দারুণ৷ তিনি টি টোয়েন্টি ক্রিকেটে ১০৯ টি ম্যাচে ৫২ গড়ে ১৩৮ স্ট্রাইকরেটে ৩৫৮৪ রান করেন৷ আইপিএলে কোহলি ওপেনিং করে ৫ টি শতরান করেছেন৷ কোহলি গত বছর রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে চান বলে জানিয়েছেন৷
advertisement
ম্যাচের পর প্রেস কনফারেন্সে অধিনায়ক কেএল রাহুল বিরাট কোহলির আফগানিস্তানে ম্যাচের পারফরম্যান্সের প্রশংসা করেন৷ এরপর দলে বিরাট কোহলির পজিশন নিয়ে প্রশ্ন ওঠে৷ তাঁর এই ওপেনিং সংক্রান্ত প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
"(Toh Kya Main Khud Baith Jaun) So Should I bench myself?" - KL Rahul hilariously answers back as Virat Kohli scores his 71st international ton.#AsiaCup2022 #INDvsAFG#ViratKohli #KLRahul pic.twitter.com/jvpm3kE4Bs
— OneCricket (@OneCricketApp) September 8, 2022
advertisement
রিপোর্টারের প্রশ্ন - ‘‘বিরাট কোহলি আইপিএলে ৫টি শতরান করেছেন৷ এখন টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হবে, তখন কী এটা ভাবা হবে যে তাঁকে ওপেন করার সুযোগ দেওয়া যেতে পারে কিন? এখন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি টোয়েন্টি সিরিজ হবে৷ বিরাটও ওপেনিংয়ের ইচ্ছা প্রকাশ করেছেন৷’’
কেএল রাহুলের উত্তর- ‘‘তাহলে আমি নিজে বসে যাই? আজব বিষয় (হাসতে হাসতে)৷ বিরাটের রান করা দলের জন্য বোনাস৷ যদি আপনি ২-৩ ইনিংস খেলেন তাহলে আপনার আত্মবিশ্বাস ফিরে আসে৷ বাস্তবে আমি খুশি যে উনি এইভাবে খেলতে পারলেন৷ বিরাট কোহলিকে এত বছর দেখছেন , এমন নয় যে উনি খালি ওপেনিংয়ের সময়েই শতরান করেন৷ তিনি নম্বর ৩ তেও ব্যাটিং করেন, আর সেখানেও শতরান করতে পারেন৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 2:23 PM IST