advertisement

South 24 Parganas News: বলে শট মারছেন লাভলী মৈত্র, গোলকিপারের ভূমিকায় রাজ্যের মন্ত্রী! জমজমাট এমএলএ কাপ

Last Updated:

গোলপোস্টে মন্ত্রী, বল মারলেন বিধায়করা! জমজমাট ফুটবল ম্যাচ

+
সোনারপুর

সোনারপুর এমএলএ কাপ

#সোনারপুর : গোলপোস্টে মন্ত্রী, বল মারলেন বিধায়করা। এমনই ছবি দেখা গেল সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিনাভী মাঠে। বিধায়ক-অভিনেত্রী লাভলী মৈত্রর উদ্যোগে এমএলএ কাপের আয়োজন করা হয়েছে। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি তখন গোলকিপারের ভুমিকায়। বল মারতে দেখা গেল বিধায়ক সওকত মোল্লা ও লাভলী মৈত্রকে।
খেলা বরাবরই ভালোবাসেন একসময় মাঠে নেমে খেলতেন বলে জানান দিলীপ মণ্ডল। অনেকটা পুরানো ছন্দেই বল আটকে দেখালেন। এই ধরনের খেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করলেন শওকত মোল্লা। নতুন ফুটবলার তুলে আনতে তাঁরা অ্যাকাডেমি করার কথা ভাবছেন বলে জানান।
advertisement
advertisement
পাশাপাশি সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র তিনি জানিয়েছেন, ‘‘আজকাল দেখা যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা খেলার প্রতিঅতটা আগ্রহ দেখাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলের উপরে বেশি নজর দিতে দেখা যাচ্ছে। তাই সব কিছু কথা মাথায় রেখে এই ধরনের খেলার আয়োজন প্রতিটা ক্লাবের পক্ষ থেকে এই ধরনের খেলার আয়োজন করা উচিত। এতে এখনকার দিনের ছেলেদের মোবাইল থেকে মাথা সরিয়ে খেলার প্রতি আগ্রহ টানতেএই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও খেললাম খুব ভাল লাগল। তাই আগামীর ভবিষ্যৎ টিকিয়ে রাখতে গেলে খেলার গুরুত্ব ও অন্যতম। যেকোনো খেলায় মনবল শক্ত করে এবং শরীর ভাল হবে এবং একে অপরের প্রতি ভালবাসার টান থেকে যাবে৷’’
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বলে শট মারছেন লাভলী মৈত্র, গোলকিপারের ভূমিকায় রাজ্যের মন্ত্রী! জমজমাট এমএলএ কাপ
Next Article
advertisement
Saraswati Puja: তিনশো বছরের ঐতিহ্য, বিগ বাজেটের পুজো দেখতে মানুষের ঢল! সরস্বতী পুজোয় উৎসবের মেজাজ কালনায়
তিনশো বছরের ঐতিহ্য, বিগ বাজেটের পুজো দেখতে মানুষের ঢল! সরস্বতী পুজোয় উৎসবের মেজাজ কালনায়
  • কালনায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজ৷

  • একাধিক বিগ বাজেট, থিমের পুজো শহর জুড়ে৷

  • পুজো দেখতে বিভিন্ন জেলা থেকে ভিড় জমিয়েছেন মানুষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement