Tomato Cultivation: কেন অল্প লাভে মন খারাপ করবেন? বাগানে লাগান এই জাতের টম্যাটো! ফলন আসবে ঝুড়ি ঝুড়ি
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
শীতের শুরুতেই বাগানে লাগান এই জাতের টমেটো চারা। যাতে লাভ হবে অনেক।
দক্ষিণ ২৪ পরগনা: শীতের শুরুতেই বাগানে লাগান হাইব্রিড টমেটো চারা। যাতে লাভ হবে অনেক। অন্য প্রজাতির টমেটো চারার থেকে এই টমেটোগুলির ফলন ভাল হয়। ফলে কৃষকরা উপকৃত হবেন। খোলা বাজার থেকে হাইব্রিড টমেটো চারা কিনে এনে বাগান করতে পারেন। এই টমেটো চারা লাগানোর পর অল্প কয়েকদিনের পরিচর্যাতেই গাছে ফুল এসেছে বলে জানিয়েছেন এক টমেটো চাষি মিলন হালদার।
তিনি জানিয়েছেন কৃষি দফতরের পরামর্শ মেনে গাছ লাগিয়েছিলেন। এখন দেখছেন গাছে ফুল এসেছে। ফলে বাজারে আগেভাগেই বিক্রি করা যাবে টমেটো। এই গাছ লাগানোর এখনও সময় আছে। টমেটো গাছগুলির জন্য পর্যাপ্ত সূর্যালোক লাগে। ফলে এই গাছগুলি খোলা যায়গায় করলে ভাল হয়। সেই সঙ্গে সময়মত জল ও সার দিতে হবে। তবে হাইব্রিড গাছ লাগালে খুব ভাল ফলন হবে।
advertisement
advertisement
সবেমাত্র শীত পড়তে শুরু করেছে। কৃষি দফতরের পরামর্শ মত এখনই এই টমেটো চারা লাগাতে পারেন। ফলন খুব ভাল হবে। এখন থেকে লাগালে বাজারে আগেভাগেই বিক্রি করতে পারবেন টমেটো। তাহলে আর অপেক্ষা কিসের বাগানে লাগান হাইব্রিড টমেটো চারা।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 20, 2024 3:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Tomato Cultivation: কেন অল্প লাভে মন খারাপ করবেন? বাগানে লাগান এই জাতের টম্যাটো! ফলন আসবে ঝুড়ি ঝুড়ি