South 24 Parganas News: গরমে কুমিররা সব গেল কোথায়? কুমির প্রকল্পে গিয়ে কী দেখলেন পর্যটকরা? জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
South 24 Parganas News: ঘটা করে কুমির প্রকল্পে যাচ্ছেন কুমির দেখার আশায়। কিন্তু সেখানে গিয়ে কী দেখছেন পর্যটকরা? জানলে অবাক হতে হবে!
পাথরপ্রতিমা: ঘটা করে কুমির প্রকল্পে যাচ্ছেন কুমির দেখার আশায়। তাহলে হয়ত আপনাকে কিছুটা নিরাশ হতেই হবে। এই গরমে কুমির থাকছে জলের তলায়, সেজন্য কুমির প্রকল্পে গিয়ে কুমিরের বাচ্চা দেখেই ফিরতে হচ্ছে পর্যটকদের। কথা হচ্ছে পাথরপ্রতিমার ভগবতপুর কুমির প্রকল্প নিয়ে। ১৯৭৬ সাল থেকে এই স্থান কুমিরের কৃত্রিম প্রজনন ও সংরক্ষণের জন্য প্রসিদ্ধ। পরে এই স্থানটিতে কুমির দেখার জন্য দুর দুরান্ত থেকে মানুষজন আসতে থাকে।
১৯৭৬ সালে প্রথম বছর ৩২ টা কুমিরের ডিম সংগ্রহ করা হয়েছিল ডাবরহানা খাল থেকে। তারপর ১৯৮২ সালে প্রথম ভগবৎপুর কুমির প্রকল্প থেকে ডিম সংগ্রহ কর হয়। তারপর থেকে এই কুমির প্রকল্প থেকে কুমির উৎপাদন করা হয়। কুমিরের কৃত্রিম প্রজননের জন্য রয়েছে হ্যাচারিও।
সুন্দরবনের নোনা জলের কুমির বিলুপ্তপ্রায় বলে এই কুমিরপ্রকল্পটি করা হয়েছিল। বর্তমানে এখান থেকে কুমির সংগ্রহ করে সুন্দরবনের বিভিন্ন নদীতে ছেড়ে দেওয়া হয়। এই কুমির প্রকল্পটি বর্তমানে পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে।
advertisement
advertisement
বর্তমানে এই কুমির প্রকল্পে ছোট বড় শতাধিক কুমির রয়েছে। একথা জানিয়েছেন সহ বিভাগীয় বন আধিকারিক চিন্ময় বর্মণ। তবে অতিরিক্ত গরমে কুমির ঠান্ডার খোঁজে জলের তলায় থাকতে ভালবাসে, সেজন্য অনেক পর্যটক কুমির দেখতে পাচ্ছেননা। তবে তারা কুমিরের বাচ্চা অবশ্যই দেখতে পাচ্ছেন। তবে বর্তমান অবস্থার থেকে আরও পরিকাঠামোগত উন্নয়ন হলে ভাল হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 11:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গরমে কুমিররা সব গেল কোথায়? কুমির প্রকল্পে গিয়ে কী দেখলেন পর্যটকরা? জানুন