South 24 Parganas News: মূল অভি‌যুক্ত-সহ বিষ্ণুপুরের ৪ দুষ্কৃতী গ্রেফতার নামখানার মৌসুনি থেকে

Last Updated:

বিষ্ণুপুরে দুষ্কৃতীরা বোমা, গুলি ও কুপিয়ে খুনের ঘটনায় মূল অবি‌যুক্ত ভদু-সহ চারজনকে মৌসুনি থেকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।

ফ্রেজারগঞ্জ: বিষ্ণুপুরে দুষ্কৃতীরা বোমা, গুলি ও কুপিয়ে খুনের ঘটনায় মূল অবি‌যুক্ত ভদু-সহ চারজনকে মৌসুনি থেকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে দুষ্কৃতীরা বোমা, গুলি ও কুপিয়ে খুন করে বছর ৪০ -এর আইজুদ্দিন মোল্লা।
এই খুনে প্রধান অভিযুক্ত ভদু মোল্লা ঘটনার পর থেকে পলাতক ছিল। রবিবার ভোর রাতে ভদু-সহ চারজনকে মৌসুনি থেকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। চারজনই মৌসুনির একটি হোমস্টে কটেজে উঠেছিল। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এদেরকে পাকড়াও করে পুলিশ।
advertisement
advertisement
এদিন বেলায় বিষ্ণুপুর থানার পুলিশ চারজনকে নিজেদের হেফাজতে নেয়। এই খুনে মোট ৯ জনকে গ্রেফতার হল। ঘটনার দিন চারজন দুষ্কৃতী বাইক করে এসে প্রথমে বোমাবাজি গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে দাবী পুলিশের।
advertisement
বিশ্বজিৎ হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মূল অভি‌যুক্ত-সহ বিষ্ণুপুরের ৪ দুষ্কৃতী গ্রেফতার নামখানার মৌসুনি থেকে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement