South 24 Parganas News: মূল অভিযুক্ত-সহ বিষ্ণুপুরের ৪ দুষ্কৃতী গ্রেফতার নামখানার মৌসুনি থেকে
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:BISWAJIT HALDER
Last Updated:
বিষ্ণুপুরে দুষ্কৃতীরা বোমা, গুলি ও কুপিয়ে খুনের ঘটনায় মূল অবিযুক্ত ভদু-সহ চারজনকে মৌসুনি থেকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
ফ্রেজারগঞ্জ: বিষ্ণুপুরে দুষ্কৃতীরা বোমা, গুলি ও কুপিয়ে খুনের ঘটনায় মূল অবিযুক্ত ভদু-সহ চারজনকে মৌসুনি থেকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে দুষ্কৃতীরা বোমা, গুলি ও কুপিয়ে খুন করে বছর ৪০ -এর আইজুদ্দিন মোল্লা।
এই খুনে প্রধান অভিযুক্ত ভদু মোল্লা ঘটনার পর থেকে পলাতক ছিল। রবিবার ভোর রাতে ভদু-সহ চারজনকে মৌসুনি থেকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। চারজনই মৌসুনির একটি হোমস্টে কটেজে উঠেছিল। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এদেরকে পাকড়াও করে পুলিশ।
advertisement
advertisement
এদিন বেলায় বিষ্ণুপুর থানার পুলিশ চারজনকে নিজেদের হেফাজতে নেয়। এই খুনে মোট ৯ জনকে গ্রেফতার হল। ঘটনার দিন চারজন দুষ্কৃতী বাইক করে এসে প্রথমে বোমাবাজি গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে দাবী পুলিশের।
advertisement
বিশ্বজিৎ হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 9:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মূল অভিযুক্ত-সহ বিষ্ণুপুরের ৪ দুষ্কৃতী গ্রেফতার নামখানার মৌসুনি থেকে