South 24 Parganas News: লাল চা থেকে লেবু চা...দিনভর চা ফেরি করেই চলে গরিবের সংসার! এমন পঞ্চায়েত সদস্য দেখেছেন কখনও?
- Published by:Satabdi Adhikary
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
চা বিক্রি করে জীবন অতিবাহিত করছেন ডায়মন্ড হারবারের পঞ্চায়েত সদস্য শ্যামল হালদার। তার জীবনের কাহিনী পথ দেখাচ্ছে অনেকের।
ডায়মন্ড হারবার: ‘লাল চা, লেবু চা, চিনি ছাড়া চা, চা নেবেন চা’ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে এই ডাক শুনেই আপনার মনে হতেই পারে কোনও চা বিক্রেতা চা বিক্রি করছেন ঘুরে ঘুরে। কিন্তু এই চা বিক্রেতার চা বিক্রি ছাড়াও রয়েছে আরও একটি কাজ। তা হল জনগণের সেবা করা। তিনি একজন দায়িত্বশীল পঞ্চায়েত সদস্য৷
জনগণের সেবা করতে গিয়ে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে। সেবার জয়ীও হন শ্যামল হালদার নামের বছর চল্লিশের ওই ব্যক্তি। সহজ সরলভাবে জীবন যাপন করতে ভালবাসেন। আজও থাকেন টালির ঘরে। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে চা-ফেরি করে সংসার চালাচ্ছেন শ্যামলবাবু। সকাল সন্ধ্যা চা বিক্রি করার পরও শ্যামলবাবু রোজ নিয়ম করে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার-২ নম্বর ব্লকের কামারপোল পঞ্চায়েতে যান।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেস্টিজ ফাইট কাঁথি-তমলুক! আজ শেষ প্রচারে হোম গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী
ভূষণা গ্রামের বাসিন্দা শ্যামলবাবুর পরিবারে রয়েছে বয়স্ক বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন পঞ্চায়েত সদস্যদের দিকে দুর্নীতির আঙুল তোলে বিরোধীরা। তখন শ্যামলবাবুর মতো কিছু ব্যক্তি এখনও দেখিয়ে দেন সততার সঙ্গে কাজ করা কেউ এখনও রয়েছে পৃথিবীতে।
advertisement
এ নিয়ে শ্যামল হালদার জানান, পঞ্চায়েত সদস্য হওয়ার অনেক আগে থেকেই তিনি চা বিক্রি করেন। সহজ সরল ভাবে থাকবেন এটাই তাঁর আশা। চা বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি জনগণের জন্যও কাজ করার সংকল্প নিয়েছেন তিনি। এখন সেটাও মন দিয়েই করেন।
নবাব মল্লিক
Location :
West Bengal
First Published :
May 23, 2024 2:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: লাল চা থেকে লেবু চা...দিনভর চা ফেরি করেই চলে গরিবের সংসার! এমন পঞ্চায়েত সদস্য দেখেছেন কখনও?