South 24 Parganas News: চরম দারিদ্র্য! স্ত্রী-র সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন, নিঃশব্দে এল বাঘ, তারপর...

Last Updated:

কাঁকড়া ধরতে গিয়ে স্ত্রীর সামনে থেকে স্বামীকে তুলে নিয়ে গেল বাঘ...

বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে
বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে
#সুন্দরবন: বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে, স্ত্রীর সামনেই বাঘে তুলে নিয়ে গেল স্বামীকে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা ৪ নম্বর জঙ্গলের গোলভক্সা খালে। নিখোঁজ মৎস্যজীবীর নাম শিবপদ সরকার(৫৫)। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ স্ত্রী সুচিত্রা সরকার ও এক সঙ্গী শশাঙ্ক মণ্ডলকে সাথে নিয়ে শিবপদ গোসাবার লাহিড়ীপুরের চরঘেরি গ্রাম থেকে রওনা দিয়েছিলেন মাছ, কাঁকড়া ধরার উদ্দেশ্যে। সকাল ছ’টা নাগাদ যখন তাঁরা নদীর জঙ্গলে নেমে কাঁকড়া ধরছিলেন তখনই একটি বাঘ আচমকাই শিবপদর উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই তাঁকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায় বাঘটি।
ঘটনার খবর পরিবারের কাছে এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। সুন্দরবনে মৎস্যজীবীরা তাদের পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে গভীর জঙ্গলে খারি নদীতে কাঁকড়া ধরতে যায়। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনকর্মীরা মৎস্যজীবীর খোঁজ চালাচ্ছে । পাশাপাশি মৎস্যজীবী শিবপ্রসাদের সরকারি ফিশিং পাস অর্থাৎ সরকারি মাছ ধরা অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখছে বন দফতর।
advertisement
advertisement
সুন্দরবনের মৎস্যজীবীদের বাঘে টেনে নিয়ে যাওয়া এটা নতুন ঘটনা নয় বারেবারে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। বন দফতরের তরফ থেকে একাধিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মৎস্যজীবীরা তাঁদের সংসারের অভাব অনটনের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে যায়।
advertisement
তবে এ ব্যাপারে মৎস্যজীবী স্ত্রী সুচিত্রা দেবী বলেন ‘‘খাঁড়ি নদীর ধার দিয়ে কাঁকড়া ধরতে ধরতে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ কোনো কিছু বোঝার আগে ঝিলার দু'নম্বর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে পিছন থেকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায় আমি ও আমার সঙ্গী দুজনে মিলে অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয় না। আমার চোখের সামনে দিয়ে এভাবে নিয়ে চলে গেল কোন কিছু বোঝার আগে।’’
advertisement
তড়িঘড়ি সুচিত্রা ও শশাঙ্ক গ্রামে ফিরে এসে সকলকে জানান বিষয়টি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কিভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বন দফতর।
Suman Saha
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চরম দারিদ্র্য! স্ত্রী-র সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন, নিঃশব্দে এল বাঘ, তারপর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement